Smriti Irani salary: তুলসী রূপে ছোট পর্দায় গ্র্যান্ড কামব্যাক স্মৃতি ইরানির, এপিসোড পিছু আয় শুনলে ভিড়মি খাবেন

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: দীর্ঘ ২৫ বছর পর ছোট পর্দায় ফিরল সেই নস্ট্যালজিক মুহূর্ত। মুক্তি পেয়েছে নতুন মেগার প্রোমো। তুলসী রূপে প্রতি এপিসোডে কত আয় স্মৃতি ইরানির?

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: দীর্ঘ ২৫ বছর পর ছোট পর্দায় ফিরল সেই নস্ট্যালজিক মুহূর্ত। মুক্তি পেয়েছে নতুন মেগার প্রোমো। তুলসী রূপে প্রতি এপিসোডে কত আয় স্মৃতি ইরানির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

এপিসোড পিছু আয় কত?

Smriti Irani Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: সালটা ছিল ২০০০। ঘড়ির কাঁটার সময় অনুযায়ী টেলিভিশনের পর্দায় চোখ রাখত আবালবৃদ্ধবনিতা। সৌজন্যে 'কিউ সাস ভি কভি বহু থি'। দর্শকের ভালবাসায় দীর্ঘ আট বছর সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিকটি। শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছে ২০০৮ সালের ৬ নভেম্বর। মাঝে কেটে গিয়েছ ২৫ বছর, তবুও এই ধারাবাহিকের জলুস কিন্তু বিন্দুমাত্র ফিকে হয়নি। এই সিরিয়ালের সঙ্গে জড়িত প্রতিটি চরিত্র আজও রয়েছে দর্শকের হৃদয়জুড়ে। তুলসী রূপে 'কিউ সাস ভি কভি বহু থি ২'-এ গ্র্যান্ড কামব্যাক স্মৃতি ইরানির। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রোমো। দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। সেই সঙ্গে চর্চায় এপিসোড পিছু স্মৃতি ইরানির পারিশ্রমিক।  

Advertisment

আগামী ২৯ জুলাই থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হবে কিউ কি সাস ভি বহু থি ২। কাল্ট ক্লাসিক মেগা নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। একইসঙ্গে রাজনীতিবিদ স্মৃতি ইরানি প্রতি এপিসোড পিছু কত আয় করছেন তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক  'কিউ সাস ভি কভি বহু থি ২'-এর এপিসোড প্রতি আয় ১৪ লাখ।

যদিও প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি। তবে বিংশ শতাব্দীর শেষলগ্নে অর্থাৎ ২০০০ সালে 'কিউ সাস ভি কভি বহু থি'-র প্রতি এপিসোডের জন্য স্মৃতি ইরানির পারিশ্রমিক ছিল ১৮০০ টাকা। ২৫ বছর পর টাকার অঙ্কের গ্রাফ যে একেবারে ঊর্ধমুখী হয়েছে সে কথা বলার অবকাশই রাখছে না। 

Advertisment

আরও পড়ুন তুলসী রূপে স্মৃতি ইরানি, নস্ট্যালজিয়া উসকে ২৫ বছর পর ফিরছে কাল্ট ক্লাসিক 'কিউ কি সাস ভি কভি বহু থি ২'

যৌথ পরিবারের হাসি-আনন্দ, মান-অভিমানের গল্পের আধারে তৈরি কিউ কি সাস ভি বহু থি-র ছোঁয়া দ্বিতীয় পর্বেও থাকবে বলে আশাবাদী দর্শক। নির্দিষ্ট চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ করে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হবে কিউ কি সাস ভি বহু থি ২।

 দ্বিতীয় ভাগে স্মৃতি ইরানি, অমর উপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান। শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং। ৩ জুলাই কিউ কি সাস ভি বহু থি-র ২৫ বছর পূর্তিতে প্রোমো মুক্তির পরিকল্পনা ছিল প্রযোজক একতা কাপুরের। বিশেষ কিছু সমস্যার জন্য সেই নির্দিষ্ট দিনে প্রোমো মুক্তি সম্ভব হয়নি। তাই কয়েকটি দিন পিছিয়ে মুক্তি পেয়েছে কউ কি সাস ভি কভি বহু থি ২-এর প্রথম প্রোমো। যা দেখে জিয়া নস্ট্যাল ১৩ থেকে ৮৩।

আরও পড়ুন প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?

Smriti Irani hindi serial