সবুজ চশমা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী
ক্রাউড ফান্ডিং, শব্দটার সঙ্গে পরিচিত আমরা অনেকেই। সিনে-অনুরাগী মানুষদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে অনেক ছবি বাংলা সহ আরও নানা ভাষায়। এই তালিকায় এবার যুক্ত হল ইন্দ্রনীল নাগের শর্টফিল্ম সবুজ চশমা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী।
Advertisment
২৩ মিনিট দৈর্ঘের এই ছবির আবহ পরিচালনা করেছেন রূপম ইসলাম। এছাড়াও আবহ নির্মাণে সাহায্য করেছেন শিলাজিৎ, প্রদীপ চট্টোপাধ্যায়, চয়ন চক্রবর্তী এবং ছৌ শিল্পী বীরেন কলিন্দী-সহ আরও অনেকে। হঠাৎ কেন এই গল্প নিয়েই ছবি করছেন পরিচালক? উত্তরে ইন্দ্রনীল জানালেন, বাংলা ছবির মান আগের চাইতে অনেক এখন অনেক উন্নত হলেও স্ট্রেঞ্জার থিংস জাতীয় ছবি এভাষায় এখনও হয়না বললেই চলে। তাই কিশোর গল্পের দিকেই ঝুঁকলাম। ছবিটি প্রযোজনার জন্য প্রোডিউসারদের দরজায় কড়া নাড়ার চাইতে ক্রাউড ফান্ডিংই শ্রেয় মনে হল। এভাবেই গড়ে উঠল সবুজ চশমা।
Advertisment
ছবির আবহ পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম সহ শিলাজিৎ, প্রদীপ চট্টোপাধ্যায়, চয়ন চক্রবর্তী, ছৌ শিল্পী বীরেন কলিন্দী
সবুজ চশমার শুটিং হয়েছে পুরুলিয়ার নিমডি গ্রামে, ঝাড়গ্রামের কাছে বাঁশতলা স্টেশনে, কলকাতার দমদম ও ভবানীপুরে এবং বেলপাহাড়ির কাছে একটা পাহাড়ে। এছাড়াও ছবিটির শুটিং হয়েছে ঝালদাতেও। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ছবিটিতে সব্যসাচী চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন রামাপদ মাহালি, জিৎ সুন্দর চক্রবর্তী এবং বিশ্বজিত দাস প্রমুখ।
সবুজ চশমা ছবির নেপথ্য দৃশ্য
ছবির কাজ প্রায় শেষের দিকে। শুধুমাত্র বড় কাজ বলতে বাকি ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির কাজ। তারপরই দর্শকরা চোখে পরে নিতে পারবেন সবুজ চশমা।