করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহম চক্রবর্তী

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোহম চক্রবর্তী

করোনা আক্রান্ত হলেন অভিনেতা তথা যুব তৃণমূলের কর্মকর্তা সোহম চক্রবর্তী। জানা গিয়েছে তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। মঙ্গলবার রাতেই সোহমকে ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

গত কয়েকদিন ধরে সংক্রমণের লক্ষ্ণ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান সোহম চক্রবর্তী। করোনার রিপোর্ট এলে জানা যায়, তিনি ভাইরাসে সংক্রমিত। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগেও টলিউডের একাধিক কলা-কুশলী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হয়েছিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল সিং রানে, পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আপাতত এঁরা প্রত্যেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

Advertisment

করোনা আবহেও গত কয়েক সপ্তাহ ধরে যুব তৃণমূলের হয়ে বাংলার নানা জেলায় গিয়ে সংগঠনের কাজ করেছেন সোহম। সেখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc tollywood