"শুভেন্দুকে রাজনীতিতে জন্ম দিয়েছেন মমতা। আর এখন ছেলে মায়ের চেয়ে বড় হতে চাইছে", পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে 'ভূমিপুত্র' শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বেনজির আক্রমণ যুব তৃণমূলের সহ-সভাপতি তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty)।
গত বৃহস্পতিবার পাঁশকুড়ার ১২ নম্বর ওয়ার্ডের নারায়ণদিঘির মাঠে সভা করে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলেন সদ্য ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী। ওই জনসভায় বিশেষ লোক না হওয়ায় রাজ্যের শাসক দল খোরাক করতেও ছাড়েনি। এবার গেরুয়া শিবিরের সংশ্লিষ্ট কর্মসূচীর পালটা চ্যালেঞ্জ ছুঁড়েই সেই মাঠে জনসভা করলেন যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম। শুধু তাই নয়, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই বাংলায় ফের ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ ছুঁড়ে এলেন 'ভূমিপুত্র' শুভেন্দুকে। তাঁকে বিঁধলেন 'গদ্দার' বলে।
'খেলা হবে' মন্ত্র-জ্বরে এখন আক্রান্ত বাংলার ময়দান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের -জন্য প্রস্তুত তৃণমূল-বিজেপি দুই শিবিরই। কেউ কাউকে একচুল জমি ছেড়ে দিতে নারাজ। তাক লাগানো তারকা স্ট্র্যাটেজি, ফ্লেক্স পোস্টার, সবুজ-গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছে বাংলার অলি-গলি। দুই তরফেই একুশের বিধানসভা নির্বাচনী প্রচার আপাতত তুঙ্গে। সেই প্রেক্ষিতেই এবার শুভেন্দু-গড়ে তৃণমূলের হয়ে ভোট প্রচারে হাজির হয়েছিলেন সোহম চক্রবর্তী। পাশকুড়ার বিপুল জনসভায় প্রকাশ্যেই পদ্মে যোগ দেওয়া নেতার বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেতা।
যুব তৃণমূলের সহ-সভাপতি সোহমের মন্তব্য, "শুভেন্দু অধিকারী গদ্দার। আমাদের দিদি মুখ্যমন্ত্রীর পদ বাদে বাকি সবই ওঁকে দিয়েছিলেন। আর উনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ার। উনি ভুলে গিয়েছিলেন যে ওই চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একান্তই নিজের চেষ্টায় অর্জন করেছেন।"
পূর্ব মেদিনীপুরের জমিতে দাঁড়িয়ে অধিকারী পরিবারকেও আক্রমণ করতে ছাড়লেন না সোহম। বললেন, "ওই পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিল বলেই মানুষ ওঁদের চিনেছেন। শুভেন্দুকে রাজনীতিতে জন্ম দিয়েছেন মমতা। তার আগে ওঁকে কেউ চিনত না। আর এখন ছেলে মায়ের চেয়ে বড় হতে চাইছে।" শুধু তাই নয়, গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বিজেপির (BJP) পরিবর্তন রথের চাকা ভেঙে গুঁড়িয়ে মাটিতে পুতে দেওয়ার বার্তাও দিয়েছেন তৃণমূল (TMC) নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী।