/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/soham.jpg)
সোহম চক্রবর্তী
করোনায় কাবু টলিপাড়া। গত ২৪ ঘণ্টায় রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমি, দেব-রুক্মিণীর মতো একাধিক তারকার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে মারণ ভাইরাসের থাবা ক্রমশ যেভাবে চওড়া হচ্ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। একের পর এক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেই চলেছে। এবার সেই তালিকাতেই নবসংযোজন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)।
বৃহস্পতিবার তৃণমূলের তারকা বিধায়ক সোহম নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ দেন। শুধু অভিনেতা নিজেই নন, পাশাপাশি তাঁর গোটা পরিবারই কোভিডে আক্রান্ত বলে জানান তিনি। প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন। এপ্রসঙ্গে সোহম জানিয়েছেন, "আমি এবং আমার পরিবারের সব সদস্যদের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সকলেই বাড়িতে নিভৃতাবাসে রয়েছি। আপনারা দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন। এবং কোভিড সতর্কবিধি মেনে চলুন।"
<আরও পড়ুন: ‘দৃষ্টিহীন শিল্পপতি’র বায়োপিকে রাজকুমার রাও, নয়া বছরের শুরুতেই ছক্কা হাঁকালেন>
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণো, শ্রীজাতদের শরীরেও থাবা বসিয়েছে মারণ ভাইরাস। বছরের পয়লা দিনেই সেই দুঃসংবাদ দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার সৃজিত-ঘরণী মিথিলার মেয়ে আইরা কোভিড রিপোর্টও পজিটিভ আসে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন