/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/sohini.jpg)
বিয়ে করলেন সোহিনী-শোভন
স্বপ্নপূরণ যেন এরকম হওয়া উচিত। হাজারো কটু কথা, সম্পর্কের দোলাচল - সবটা ঘুচিয়ে এবার এক হলেন দুটি মানুষ। গাঁটছড়া বাঁধলেন শোভন গাঙ্গুলি এবং সোহিনী সরকার।
কথা ছিল, আজই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আর হলোও তাই। আর পাঁচটা বিয়ের মত সেরকম নিয়ম পালন না হলেও সোহিনীকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন শোভন। মেরুন রঙের শাড়িতে একদম সাবেকি সাজে সেজেছিলেন সোহিনী। বিয়ের দিন যেন আলাদাই আনন্দে অভিনেত্রী। শোভনের বাহুডোরে ধরা দিলেন।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁরা। লিখলেন, দেখা হওয়ার একবছরে, একই সঙ্গে একই ঘরে। জুঁইয়ের মালা, সোনার সাজে একদম রাজনন্দিনীর মত দেখতে লাগছে সোহিনীকে একথা বলাই যায়। সকালে গায়ে হলুদের পাশাপশি মালাবদল হল, হল সিঁদুরদান। বিয়ের আসর বসেছিল শহর থেকে বেশ দূরে।
নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। মিমি চক্রবর্তী থেকে তাদের ভক্তরাও বাদ পড়ছেন না। সোহিনীকে আদরে সোহাগে ভরালেন শোভন। যেদিন থেকে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল, সেদিন থেকেই সকলের মনে একটা প্রশ্নই ঘুরছিল। আদৌ বিয়েটা হবে তো? আর আজই সেই শুভ দিন।
সোহিনী জানিয়েছিলেন, আপাতত সম্পর্কটা সকলের থেকে আড়ালে রাখতে চান। সময় এলে ঠিক জানবে সবাই। আর বলা উচিত, যেমন ভাবা তেমনই। তাঁদের দেখা হওয়ার বছর পার হতে না হতেই নিজেদেরকে সম্পর্কে বাঁধলেন তাঁরা।