Advertisment
Presenting Partner
Desktop GIF

Sohini Sarkar: 'এনাকে একটা শিরদাঁড়া দিতে চাই', অশৌচ ভেঙ্গে কালীপুজোয় সোহিনী, 'ব্যক্তিত্বহীন' উল্লেখ অভিনেত্রীকে..

Sohini Sarkar-Kali puja: দেড় মাস আন্দোলন চলার পর, মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন, যে উৎসবে ফিরুন। তখন, সোহিনী অনেকের সঙ্গে সঙ্গ দিয়েই বলেছিলেন, তিনি নিজেও উৎসবে ফিরতে চান না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sohini sarkar

Sohini sarkar-Kali Puja: কালীপুজোয় সোহিনী... তারপর?

 সোহিনী সরকার আবারও মানুষের রোষানলে! কিন্তু কেন? অভিনেত্রীকে কালী পুজোর প্যান্ডেলে উদ্বোধন করতে দেখেই কেউ কেউ সোহিনীকে ফের তাঁর পুরোনো কথা মনে করিয়ে দিলেন।

Advertisment

সোহিনী সরকার যিনি আরজি করের বিচার চেয়ে পথে নেমেছিলেন, আন্দোলনের এক জোরালো মুখ হিসেবে তিনি নিজের কাজ করছিলেন দারুণ গতিতে। অভিনেত্রী আর পাঁচজনের মত নারী সুরক্ষার দাবি করেছিলেন। এবং এখানেই শেষ নয়। অভিনেত্রীও সেই দলে ছিলেন, যারা মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখেননি।

দেড় মাস আন্দোলন চলার পর, মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন, যে উৎসবে ফিরুন। তখন, সোহিনী অনেকের সঙ্গে সঙ্গ দিয়েই বলেছিলেন, তিনি নিজেও উৎসবে ফিরতে চান না। কারণ, তাঁদের বোন মারা গিয়েছে। তাই অসৌচ। কিন্তু, সোহিনী দুর্গাপুজোর সময়ও ঠাকুর বরণ করেছেন। আর এবার, তাঁকে কালীপুজোর মণ্ডপে দেখেই কেউ কেউ প্রশ্ন তুললেন।

সল্টলেকের একটি পুজো মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তসর রঙের শাড়িতে সোহিনী সেজেগুজে হাজির হলেন সেখানে। তারপর? অভিনেত্রীকে দেখা গেল পুজোর উদ্বোধনের সঙ্গে সঙ্গে অঞ্জলী দিতে, হেসে খেলে তিনি সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন। এদিকে, তাঁকে পুজোয় সামিল হতে দেখেই বেশিরভাগ প্রশ্ন করেছেন...

কেউ বললেন, উনার অশৌচ না? তাহলে এখানে কী করছেন? আবার কেউ বললেন, এ কী! অশ্যৌচ কেটে গেছে? এটা কি তন্ময় দা কেসের জন্য? আবার কেউ বললেন, এরা কখন কী বলে, সেটা নিজেরাও জানে না। ব্যক্তিত্বহীন। আবার কারওর কথায়, উনাকে একটা শিরদাঁড়া দিতে চাই আমিও।

উল্লেখ্য, সমাজ মাধ্যমে সোহিনীকে আক্রমন করলেও তিনি খুব একটা সেই সব বিষয়ে মাথা ঘামান না।

 

 

Sohini Sarkar Kalipuja 2024
Advertisment