/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/sh.jpg)
কেন এমন বললেন সোহিনী?
মানুষের তো কোনও দোষ নেই? ভাবনা চিন্তা সব পাল্টে গিয়েছে - এমনকি স্কুলের শিক্ষিকাদের নিয়েও সোহিনী সরকার যা বললেন... সদ্যই বিয়ে হয়েছে অভিনেত্রীর। তাঁর মাঝেই ভাইরাল তাঁর এক মন্তব্য!
সমাজে সোশ্যাল মিডিয়া আসার পর সবকিছু পাল্টে গিয়েছে। কারওর কোনও কিছু রাখঢাক নেই। কে কী করছে, কে কোন পোশাক পড়ছে, সবটাই এখন সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি, যারা সমাজ গড়ছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা, তাদের পোশাক এবং আচরণ নিয়েও আওয়াজ তুললেন সোহিনী।
এক প্রজন্ম শিক্ষিকাদের একরকম দেখেছেন, আর এখন আরেক প্রজন্ম শিক্ষিকাদের অন্যরকম দেখছেন। সেই নিয়েই সোহিনীর মন্তব্য ভাইরাল। অভিনেত্রী বললেন....
"আমরা কীভাবে বিষয়টা গ্রহণ করব আমরা জানি না। তাঁর কারণ, মানুষের দোষ নেই। এই যে আমরা যেসময় স্কুলে পড়েছি সেটা একদম ভিন্ন ছিল। কারণ, একটা বাচ্চা যে এখন স্কুলে যায় সে দেখতে পায় একজন শিক্ষক সে বিকিনি পরে রিলস বানাচ্ছে। আর আমরা যখন স্কুলে পড়েছি, দেখেছি একজন শিক্ষিকা সে শাড়ি পরে আসছেন। বিনুনি খোঁপা বাধা। তিনি আসতেন, আমাদের ভালবাসতেন বা বকাবকি করতেন, বাড়ি চলে যেতেন। আমরা তাদের ম্যাম মিস এসবের জায়গায় দিদিমনি বলতাম।"
আরও পড়ুন - Jahnvi Kapoor: ভয়ঙ্কর অসুস্থ জাহ্নবী কাপুর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল অভিনেত্রীকে!
এখানেই শেষ না। এই প্রজন্মের শিক্ষিকারা নিজেদের পোশাক নিয়েও ভাবেন না একথা বললেন তিনি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় যা নয় তাই করছেন। অভিনেত্রী বললেন...
"এখন শিক্ষিকারা স্বামীর সঙ্গে হয়তো ঘুরতে গিয়ে বিকিনি পড়ছে। সেগুলো তো বাচ্চারা দেখতে পারছে। তাঁদের মাথায় তাহলে কী চলছে? এগুলো মেনে নিতে সময় লাগবে। হয়তো, কিছুদিনে এগুলো সাবলীল হয়ে যাবে।" আর অভিনেত্রীর এই মন্তব্য ভাইরাল হতেই, তাঁকে তুলোধোনা বেশিরভাগের। শিক্ষিকাদের বেশিরভাগ বললেন...
"তাঁর মানে আপনি বলতে চাইছেন শিক্ষিকাদের কোনও ব্যক্তিগত জীবন নেই? তাঁরা মানুষ না?" আবার কেউ বললেন, "এসব বলে নিজেকে ছোট প্রমাণ করবেন না"। আবার কেউ বললেন, "তাহলে আপনাকে কী শিক্ষা দিলেন আপনার স্কুলের টিচাররা?"