Advertisment
Presenting Partner
Desktop GIF

Sohini Sarkar: আন্দোলনে ছেড়ে দিব্যি মজা করছেন? রোষানলে পড়তে হল সোহিনীকে...

Sohini Sarkar Accused: আন্দোলনে যে অভিনেত্রীরা অংশ নিয়েছেন তাদের মধ্যে সোহিনী সরকার অন্যতম। একদিকে যেমন তুমি স্লোগান তুলেছিলেন, অন্যদিকে জোর ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাঁকে দেখা গিয়েছিল পথে রাতের পর রাত বসে থাকতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sohini sarkar, sohini sarkar sovan ganguly news, sohini sarkar news, sohini sarkar updates, sohini sarkar tollywood, sohini sarkar tolly news, sohini sarkar marriage, sohini Sarkar on teachers, সোহিনী সরকার, সোহিনীর বিয়ে

Sohini Sarkar accused: কেন রোষানলে অভিনেত্রী?


আরজি কর আন্দোলনের জনপ্রিয় মুখ তিনি। অভিনেত্রী সোহিনী সরকার, যেভাবে দিনের পর দিন প্রতিবাদের ঝড় তুলেছিলেন, তাতে খুব সহজেই মানুষের মনে তিনি হিরো হয়ে উঠেছিলেন। বিচার চাই  রব তুলেছিলেন তিনি।

Advertisment

যে অভিনেত্রীদের বেশিরভাগ সময় রাস্তায় দেখা গেছে, তাদের মধ্যে সোহিনী অন্যতম। কিন্তু কিছুক্ষণ আগে যে ছবিটি আপলোড করেছেন সমাজ মাধ্যমে, তাতে অনেকেই তাকে কটাক্ষ করতে ছাড়েনি। কেন? বিয়ের পর থেকে অভিনেত্রীকে সেভাবে সমাজ মাধ্যমে নতুন বউ সেজে দেখা যায়নি। গতকাল তিনি পুজো দিতে গিয়েছিলেন। সাজ একদম নতুন বউয়ের মত।

অভিনেত্রী সমাজ মাধ্যমের ছবি আপলোড করেছে সেটা একটি মন্দিরে তোলা। সেই প্রসঙ্গেই তিনি লিখলেন, আমাদের বাড়ির কাছে মার মন্দির , খুব সুন্দর পরিবেশ... ১লা October জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেছিলাম ... বহু মানুষ ভালোবাসা জানিয়েছেন, স্নেহ দিয়েছেন , আশীর্বাদ করেছেন ... সবার জন্য একরাশ ভালোবাসা , প্রণাম ... ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন ...

কিন্তু মানুষের কথা সে তো বন্ধ করা সম্ভব নয়। যে সোহিনী আন্দোলন করেছিলেন সেই সোহিনীকে, মন্দিরে পুজো দিতে যেতে দেখেই, একদল নানা সুর চড়িয়েছেন। কেউ বললেন আপনি তো দিব্যি আনন্দ করছেন। বললেন আপনি পারেনও বটে। কারোর কথায়, আপনাদেরকে দিয়ে সর্বক্ষেত্রে অভিনয় সম্ভব।

যদি বা উৎসবে সামিল হওয়ার প্রসঙ্গ নয়। সোহিনী গিয়েছিলেন তাঁর। অক্টোবর মাসের এক তারিখ তার জন্মদিন। উপলক্ষ্যে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তিনি। আর তাতেই নানা ধরনের কটাক্ষ শুনতে হল তাঁকে।

tollywood Tollywood Actress tollywood news Sohini Sarkar
Advertisment