Advertisment

লোকজনের নজর এড়াতেই মুখে মাস্ক, শোলাঙ্কি রায় ভীষণ মিস করছিলেন কাছের সঙ্গীকে!

কার সঙ্গে বেরলেন শোলাঙ্কি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
solanki roy, solanki roy left gatchara, gatchara serial, serial star jalsha

কাকে মিস করছিলেন অভিনেত্রী?

তারকারা নিজেদের সুবিধার জন্য কত কান্ডই না করেন। কাছের কিছু মিস করলে সেটিকে আকড়ে ধরেন তাঁরা।  অনেকেই এমন আছেন, যাতায়াতের প্রয়োজনে নিজেকে আপাদমস্তক ঢেকে নেন। পাবলিক ট্রান্সপোর্ট এর মাধ্যমে যাতায়াত করেন এমন তারকা কম নেই। এবার সেই তালিকায় জুরলেন আরও একজন।

Advertisment

শহর কলকাতার আনাচে কানাচে জ্যাম, রাস্তায় ভিড় এড়াতে পাবলিক ট্রান্সপোর্টের জুড়ি মেলা ভার। রচনা বন্দোপাধ্যায় নিজে মেট্রো করে একসময় বাড়ি ফিরতেন। তারকা বলে কি সাধারণ জীবন যাপন করতে নেই। এবার, অভিনেত্রী শোলাঙ্কি রায় ঠিক তেমনই এক কান্ড করলেন। কাছের কিছুকে এতই মিস করছিলেন যে তাঁকে সঙ্গী করেই তিনি বেরিয়ে পড়লেন।

টলিপাড়ায় তাঁকে নিয়ে নানা গুঞ্জন। প্রাক্তন এর সঙ্গে নাকি সম্পর্ক ঘুচে গিয়েছে। কানাঘুষো খবর, সোহম মজুমদারের সঙ্গে তাঁর নাকি প্রেম! যদিও, এই ব্যাপারে তিনি কোনোদিন মুখ খোলেননি। কিন্তু ভর সন্ধ্যেবেলা তাঁর সঙ্গী হল কে? যাকে এতদিন মিস করছিলেন তিনি?

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি আপলোড করেছেন শোলাঙ্কি। মুখে মাস্ক, একদম সাদামাটা সাজ! তিনি নিজে বলে না দিলে পাশের মানুষেরও চেনা দায় তাঁকে। টোটো রিক্সা করে ঘুরতে বেড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, এই মুহূর্তটা যেন মিস করছিলেন তিনি। লিখলেন, আমি এই রিক্সা ভ্রমণ খুব মিস করছিলাম।

 solanki roy, solanki roy actress, solanki roy news, solanki roy partner,solanki roy updates<br />
trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি শহরের উষ্ণতম দিনে। এই ছবিতে অনিন্দিতা হিসেবে বেশ ভালবাসা পেয়েছেন তিনি। ধারাবাহিকে, গাঁটছড়া সিরিয়াল থেকেও বিদায় নিয়েছেন। সামনে, তাঁকে কোন চরিত্রে দেখা যায় তাঁর অপেক্ষাতেই রয়েছেন বেশিরভাগ।

tollywood Entertainment News Solanki Roy
Advertisment