/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/312694424_415258957297420_2722248708277576941_n.jpg)
বিস্ফোরক শোলাঙ্কি
ওয়েব সিরিজ করতে গিয়ে চরম অপমান। শোলাঙ্কি সরেছেন রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ থেকে। প্রথমে শোনা গিয়েছিল পরিচালকের সঙ্গে গুরুতর মনোমালিন্য, তবে এখন অভিনেত্রী যা জানাচ্ছেন তাতে ঘটনা খুব জটিল।
গাঁটছড়া থেকে খড়ি চরিত্রে বিদায় নেওয়ার পর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গেই জোট বেঁধে কাজ করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু সে গুড়ে বালি। কিছুদিন ধরেই খবর তিনি নাকি সরে এসেছেন এই সিরিজ থেকে। তাঁর জায়গায় কাজ করছেন সৃজলা। কিন্তু কারণ কী? হঠাৎ কেনই বা এই সিদ্ধান্ত নিলেন তিনি?
আরও পড়ুন < মুখস্থ করতে হত না স্ক্রিপ্ট, কানের কাছে ফিসফিসিয়ে শট বোঝাতেন সত্যজিৎ রায় >
সংবাদমাধ্যমে শোলাঙ্কি রায় জানিয়েছেন আসল কথা। তাঁর সঙ্গে অভব্য আচরণ, পারিশ্রমিকের নয়ছয় সব মিলিয়ে তিতিবিরক্ত অভিনেত্রী। বলেন, আমি এহেন সমস্যায় আগে পড়িনি। এমন অভিজ্ঞতা আগেও হয়নি। প্রথমে তো দেখলাম যে পারিশ্রমিক নিয়ে কথা হয়েছে সেটি চুক্তিপত্রে কমে গিয়েছে। তারপর যেটা আসলেই খারাপ লেগেছে রহুলদার ব্যবহার। এত জঘন্য আচরণ। আমার সহকারীর সঙ্গে খারাপ ব্যাবহার করেছে। তার মানেই আমার সঙ্গে ব্যবহার করা। রাহুলদার সঙ্গে আমি ভবিষ্যতে কাজ করতে চাই না।
পরিচালকের কাণ্ডে একরকম রেগে আগুন অভিনেত্রী। শুধু তাই নয়, সাফ জানালেন হইচইয়ে কাজ করলে রাহুলের সঙ্গে না। অন্যদিকে, মন ফাগুনের পর সৃজলাকে অন্য কোনও ধারাবাহিকে দেখা যায় নি। তাঁর এটা প্রথম ওয়েব সিরিজ। ফলেই বেজায় উত্তেজিত অভিনেত্রী। আবার শহরের উষ্ণতম দিনে নিয়ে নিদারুণ ব্যস্ত শোলাঙ্কি। সামনেই রিলিজ বলে কথা।