গান গেয়ে এবার রোষের মুখে পড়লেন সংগীতশিল্পী সোনা মহাপাত্র। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগ জানিয়ে এবার মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন স্বয়ং গায়িকা। অভিযোগের আঙুল মাদারিয়া সুফি ফাউন্ডেশনের দিকে। সোনার গাওয়া ‘তোরি সুরত’ গান ঘিরেই গোটা ঘটনার সূত্রপাত। এই গানটি ঘিরেই আপত্তি জানিয়েছে ওই সংগঠন। হুমকি পাওয়ার পরই অভিনব কায়দায় মুম্বই পুলিশের দ্বারস্থ হন সোনা। মুম্বই পুলিশকে উদ্ধৃত করে একের পর এক ট্যুইট করে গোটা ঘটনা সামনে আনেন গায়িকা।
Dear @MumbaiPolice I have received a threatening notice from the Madariya Sufi Foundation to remove my music video Tori Surat from all communication mediums. They claim that the video is vulgar,will flare communal tensions.I need to know whom to write in my response to at ur end
— SONA (@sonamohapatra) April 30, 2018
The Sufi Madariya foundation has also called me a ‘regular offender’ & says that they find another five year old Video of me singing a Sufiana Kalam - Piya Se Naina on coke studio insulting Islam because I’m ‘dressed exposing my body’ & playing westernised music. @MumbaiPolice
— SONA (@sonamohapatra) April 30, 2018
আরও পড়ুন, সনজুর নতুন পোস্টার: সঞ্জয় দত্তের লুকে মাত করলেন রণবীর কাপুর
সোনার বক্তব্য অনুযায়ী মাদারিয়া সুফি ফাউন্ডেশনের অভিযোগ সোনার ‘তোরি সুরত’ গানের ভিডিওটি অশ্লীল এবং তা অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। এ প্রসঙ্গে ট্যুইট করতে গিয়ে তিনি আরও বলেন এই সংস্থাটি তাঁকে ধারাবাহিক অপরাধী বলেও অভিযুক্ত করেছেন। তাঁর দাবি অনুযায়ী এই সংস্থাটি অভিযোগের আঙুল তুলেছে পাঁচ বছরের পুরনো 'পিয়া সে নয়না' নামক কোক ষ্টুডিওতে গাওয়া একটি ভিডিও গানের প্রতিও। তাঁদের দাবি, গানটি গাইবার সময় স্বল্প পোশাকে আবৃত হয়ে সোনা মহাপাত্র ইসলাম ধর্মকে আঘাত করেছেন।
The Madariya foundation along with the agreement of the Nizamuddin Dargah have an issue with the description of my Tori Surat music video, “earthy incarnations of the feminine Divine” & with “a sleeveless dress and body exposing dancers”. Basically with everything woman & free.
— SONA (@sonamohapatra) April 30, 2018
Dear @MumbaiPolice the Madariya Sufi foundation claims to work for Sufism,peace & universal brotherhood in their threatening notice to me. I ask you & #India ,what about the ‘sisterhood’?Why is it that in this day & age the women expected to cover up, not sing or dance in public
— SONA (@sonamohapatra) April 30, 2018
Headed to the police station in my neighbourhood to sort out this matter. Thank you @MumbaiPolice for calling me & giving direction. ????????????
— SONA (@sonamohapatra) April 30, 2018
আরও পড়ুন, হিন্দিতে আসছে অর্জুন রেড্ডি, মুখ্য ভূমিকায় শাহিদ কাপুর
বলিউডের এই সংগীতশিল্পীর অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। এরপর মুম্বই পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে পরে ট্যুইটও করেন সোনা।
শুধু ট্যুইটারই নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও এ নিয়ে সরব হয়েছেন সোনা মহাপাত্র।