Advertisment

Sonakshi Sinha: ধর্মের বিরুদ্ধে গিয়ে যাকে বিয়ে করলেন, কয়েকদিন যেতে না যেতেই জাহিরের আসল রূপ সামনে এল সোনাক্ষীর!

Actress Sonakshi Sinha: জাহিরকে বিয়ে করার পর থেকেই তাঁকে শুনতে হয়, দুদিন পরেই বিয়ে ভাঙবে। আবার কেউ কেউ এমনও বলেন, কোনমতেই টিকবে না এই বিয়ে। কিন্তু সোনাক্ষী জানালেন জীবনের শ্রেষ্ঠ মানুষটিকে বিয়ে করেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonakshi Sinha actress shared her husband is the greenest flag ever

Sonakshi Sinha- বিয়ের পরেই বরের সত্যিটা বুঝলেন সোনা!

বিয়ে করেই বরকে নির্দিষ্ট রঙে দাগিয়ে দিলেন সোনাক্ষী। কয়েকদিন যেতে না যেতেই বরের কান্ড কারখানা চোখে পড়তেই শত্রুঘ্ন কন্যা যা করলেন...

Advertisment

একেই তো অভিনেত্রীর বিয়ে নিয়ে নানা আলোচনা। হিন্দু মুসলিম বিশেষ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাঁর বিয়ে হয়েছে। আর মেয়ের বিয়ের পর থেকেই বাবা শত্রুঘ্ন অসুস্থ। কিন্তু সোনাক্ষী বরের প্রেমে মাতোয়ারা। বরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু শুনতে তিনি নারাজ।

তাই তো তিনি পোস্ট করলেন এমন একটি ভিডিও, যাতে অবাক নেটপাড়া। জাহিরকে বিয়ে করার পর থেকেই তাঁকে শুনতে হয়, দুদিন পরেই বিয়ে ভাঙবে। আবার কেউ কেউ এমনও বলেন, কোনমতেই টিকবে না এই বিয়ে। কিন্তু সোনাক্ষী জানালেন জীবনের শ্রেষ্ঠ মানুষটিকে বিয়ে করেছেন তিনি। কেন? এত সহজেই বউয়ের এপ্রুভাল পেয়ে গেলেন তিনি?

সোনাক্ষীর সমাজ মাধ্যমের পাতায় দেখা যাচ্ছে, যে ভিডিওতে অভিনেত্রীর স্বামী জাহির ইকবালকে তাঁর জুতো হাতে হাঁটতে দেখা গিয়েছে। অর্থাৎ? হিল জুতো পরে ঘুরতে বেশ কষ্ট হচ্ছিল সোনাক্ষীর। সেই জায়গায় জাহির বউয়ের পায়ের জুতো দিব্যি হাতে নিয়ে হাঁটছেন। তাঁর কোনও লজ্জা কিংবা মেল ইগোর জায়গা পর্যন্ত নেই। আর এই ভিডিও পোস্ট করেই তিনি লিখলেন...

জীবনের সবথেকে বড় গ্রিন ফ্ল্যাগকে মনে হয় আমি বিয়ে করেছি। বলতে বলতেই চোখে জল তাঁর। যদিও বিয়ের আগে অনেক বছর ধরেই তিনি জাহিরকে চেনেন। একসঙ্গে সময় কাটিয়েছেন। অনেকটা পথ একসঙ্গে চলার পরেই বিয়ে করেছেন তারা।

bollywood Sonakshi Sinha Entertainment News
Advertisment