রাতের বেলা দিব্যি ঘুমোলেন, কিন্তু হঠাৎ করেই দেখলেন পায়ের কাছে এমন একজন এসে দাঁড়িয়ে যে আত্মারাম খাঁচা! চোখ খুলে এমন একজনকে যদি দেখতে হয়, তাহলে ঠিক কেমন অনুভূতি জগতে পারে? আর তারকা দম্পতির এবার ঠিক তাইই হল।
অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবং জাহির ইকবাল, ঘুরতে গিয়েছেন। এবং বহুদিন তাঁরা বাড়ির বাইরে নানা জায়গায় আনন্দ করে ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে পশু পাখিদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করছেন তাঁরা। কিন্তু, এবার যা হল। যাকে হঠাৎ করে সামনে দেখলেন তাঁরা... তাও আবার সে গর্জে উঠেছে! অভিনেত্রীর স্বামী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সমাজ মাধ্যমে।
দিব্যি আরামে ঘুমোচ্ছিলেন দুজনেই। কিন্তু সকাল হতেই কাঁচের জানলার সামনে এক অতিথি। আর সে, ব্যস্ত বাকিদের জেগে তুলতে। সামনে পারলে কী যে করবে সে বোঝা সম্ভব না। তাঁর গলার আওয়াজে ভয়ঙ্কর জোর। নাহ! আর ঘুমিয়ে থাকা গেল না। অতঃপর উঠতেই হল তাঁকে। আর কাঁচের জানলার সামনে যে দাঁড়িয়ে, তাঁর একঝাঁক কেশর এবং সঙ্গে প্রচণ্ড আওয়াজ। তিনি আসলে সিংহ বাবাজি। যেন ভোর হতেই ডেকে তুলছেন সকলকে।
জহির নিজের সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা, আজ ভোরের সুন্দর একটা এলার্ম। যদিও এই প্রথম না। বরং, আরেকটি ছবি তিনি শেয়ার করেছিলেন যেখানে দেখা যাচ্ছে, কাঁচের বাইরে একটি সিংহি। এবং জহির তাঁর দিকে মুখ করেই ঘুমিয়ে আছেন। নিদারুণ ন্যাপ টাইম উপভোগ করছেন তাঁরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁদের দেখা গিয়েছে জলকেলি করতে। শুধু তাই নয়, বউকে ধাক্কা মেরে ফেলে পর্যন্ত দেন জহির। আবার কখনও একটি বড় দোলনায় দুলতে গিয়ে ভয়ঙ্কর অবস্থা সোনাক্ষীর। কিন্তু, তাঁরা যে সবটাই উপভোগ করছেন একথা অস্বীকার করা যায় না।