/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/sona-and-her-house.jpg)
সোনাক্ষি সিনহার বাড়ি রামায়ণ
অভিনেত্রী সোনাক্ষি সিনহা ( Sonakshi Sinha ) বেশ কিছুদিন যাবত ফ্যান ইন্ট্যারাকশন ভালমতই করছেন। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ থেকে, আস্ক মি এনিথিং! আর এবার তো নিজের বাড়ির হাউস ট্যুর পর্যন্ত করে দিলেন তিনি। মুম্বাইয়ের দশতলা প্রাসাদের সর্বত্রই ঘুরে দেখালেন সোনা।
পরিবারের সকলের সঙ্গে, মুম্বাইয়ের ১০তলা প্রাসাদ 'রামায়ণ' - এই বাড়িতেই বাস করেন তিনি। তবে সাক্ষাৎকারে সোনাক্ষি জানান, এত বড় বাড়ির সত্যিই প্রয়োজন নেই! এত বিশাল জায়গা নিয়ে এই বাড়ি, যে কথোপকথনে যথেষ্ট অসুবিধে হয়। এমনকি যদি ব্যক্তিগত কোনও দরকার পড়ে তারপরেও ইন্টারকলের শরণাপন্ন হন, হোয়াটস পর্যন্ত সকলে ব্যবহার করে না। এ্যাপার্টমেন্টে প্রবেশের মুখেই লিফট, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সহ যেটিকে নেভিগেশন প্রক্রিয়ার মাধ্যমেই চালনা করা যায়।
দশতলা বাড়ি হলেও, একবারের জন্য মনে হয়নি যে তিনি কোনও চলচ্চিত্র তারকা পরিবারে জন্মগ্রহণ করেছেন। অভিনেত্রী বললেন, তার কাছে বাবা মা শুধু বাবা মা ছিলেন, কোনও তারকা অথবা বিখ্যাত মানুষ না। বাড়ির প্রতিটি ক্ষেত্র তার অনুরাগীদের সামলে তুলে ধরলেন অভিনেত্রী! রান্নাঘর থেকে স্টোর রুম এমনকি কোথায় যোগা করেন সেই জায়গাও দেখান। দেয়ালে নিজের আঁকা ছবি বাঁধিয়ে লাগাবেন বলেই জানান তিনি।
শেষ নয়, কাজের প্রসঙ্গেও বলেন তিনি! প্রাইম ভিডিও সিরিজের বাইক চালানো থেকে পুলিশি রোলে অভিনয়, ওজন কমানো বাড়ানো নিয়েও মুখ খোলেন অভিনেত্রী! এর আগেও নিজের নতুন বাড়ি নিয়ে ইনস্টাগ্রামে ধরা দিয়েছিলেন। বলেছিলেন আলোয় ঝলমল করবে, সুন্দর একটি বাড়ি তার বেশ পছন্দের।