/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/336000367_667251621839342_1292335591877920353_n.jpg)
সোনাক্ষীর আঘাত!
স্টান্ট করতে গিয়ে ছোটখাটো বিপদ তো ঘটেই থাকে। তবে, এ আবার কি? নিজের মজার ছলেই চোট খেয়ে বসলেন সোনাক্ষী সিনহা। আর হেসে গড়ালেন বাকিরা। কী হল এমন?
জিপ্লাইং করতে গিয়েই চোট পেলেন সোনাক্ষী। শুরুতেই স্টেপ থেকে লাফ মারতে গিয়েই বিপদ ঘটালেন। তারপর? পা ফিসলে ব্যথা পেলেন কোমরের নিচে। তারপর নিজেই হেসে দিলেন। বাকিরা তো ততক্ষণে হেসে লুটোপুটি। যদিও, বা অভিনেত্রী সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, লেগেছে অল্পই।
আরও পড়ুন < ‘জীবনের গল্পই বোধহয় পাল্টে গেল..’, আশ্চর্যরকম পরিবর্তনের সাক্ষী স্নেহা! সঙ্গ দিলেন বাসবদত্তা… >
যদিও, তাঁর জিপলাইনিং দেখে এটুকু পরিষ্কার, যে এর আগে তিনি খুব একটা করেননি একাজ। কখনও উল্টে গেলেন আবার কখনও ৯০° অ্যাঙ্গেলে ঘুরে গেলেন। কিন্তু নিজের কাণ্ডে নিজেই লজ্জায় পড়লেন তিনি। সবুজঘেরা পাহাড়ে সে এক অনন্য অনুভূতি অভিনেত্রীর। এদিকে, তাঁর এই কাণ্ডে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। আবার কেউ কেউ হেসে গড়াগড়ি।
তাঁরা বলছেন, লাফটা একটু বেশিই জোড়ে বেশ হয়ে গেল। আবার কেউ বলছেন, কোনও ব্যাপার না! এরম হয়েই থাকে। আবার কেউ সোজাসুজি একবার চিকিৎসককে দেখিয়ে নেওয়ার কথাও বললেন।