/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sonakshi.jpg)
Sonakshi Sinha- সোনাক্ষীর বিয়েতে তারকা সমাগম...
মাথাভর্তি সিঁদুর পরে এমনি কাল তাক লাগিয়েছিলেন সোনাক্ষী। কারণ, তাঁর বিয়ে নিয়ে চর্চা ছিল প্রথম থেকেই। বিয়ে করেছেন মুসলিমকে, সেকারণেই এত কথা। কেউ কেউ তো এমনও বলেছিলেন, যে ধর্ম নাকি পাল্টে ফেলেছেন সোনা।
কিন্তু, সেসবের এমন কিছুই হয়নি সেকথা জানিয়েছিলেন তার শ্বশুর। আর গতকাল তো সবকিছুই মিথ্যে প্রমাণ করে দিলেন সোনাক্ষী। লাল রঙের শাড়ি, মাথা ভর্তি সিঁদুর পড়ে হাজির হলেন সকলের সামনে। সেখানেই তাঁকে দেখে অবাক বেশিরভাগ। কেউ কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না।
কিন্তু কাজল এবং রেখার যা অভিব্যক্তি তাতে অনেকেই অনেককিছু ভেবে ফেলেছেন। যেমন? রেখাকে কানে কানে সোনাক্ষীকে কিছু বলতে দেখা গেল। তারপরই, লোকজন বলতে শুরু করলেন রেখা নিশ্চই তাঁকে ফুশমন্ত্র দিচ্ছেন। বা এটাই শেখাচ্ছেন কীভাবে সংসার বশে রাখতে হয়। আবার অন্যদিকে রয়েছেন কাজল। তিনি তো যা করলেন...
অভিনেত্রী চমকে গেলেন সোনাক্ষীকে দেখে। গালে হাত দিয়েই তাঁকে প্রশংসা করলেন, জড়িয়ে ধরলেন। নব দম্পতিকে শুভেচ্ছা জানালেন। আর এদিকে, কাজল অতিরিক্ত নাটক করছেন এমন তকমা দিয়ে দিলেন, নেটপাড়া। তাঁদের কথায়, নিজের বিয়ের সময় যেন এমন হয়নি। আবার কেউ বললেন, এর জীবনে বোধহয় রোম্যান্স নেই তাই এমন করে।
প্রসঙ্গে, সোনমের প্রায় অনেকবছর বলিপাড়ায় বর্ষীয়ান তারকার মেয়ের বিয়ে হল। শত্রুঘ্ন সিনহার আমন্ত্রণে সাড়া দিয়েছিল প্রায় গোটা বলিউড। এমনকি, দেখা গিয়েছিল সোনাক্ষীর বেশ কিছু বন্ধুদেরও।