/indian-express-bangla/media/media_files/2025/09/03/s1-2025-09-03-19-12-53.jpg)
যা বললেন সোনাক্ষী...
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s2-2025-09-03-19-13-29.jpg)
তারকাদের ছবি নিয়ে কি যা ইচ্ছে তাই করা যায়? নিশ্চয়ই না! কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে বহু মানুষ সেসব ভুলে যান। এবং ব্যবসার খাতিরে তারকাদের যথেচ্ছ ছবি ব্যবহার করেন অনুমতি ছাড়াই।
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s3-2025-09-03-19-13-46.jpg)
খেয়াল করলে দেখা যাবে, তারকারা বেশিরভাগ সময় নিজেদের ছবি এদিক ওদিক দেখে যথেষ্ট অবাক হয়ে যান। জামাকাপড়ের প্যাকেট থেকে বাজির প্যাকেট- তাঁদের ছবি এদিক ওদিক ঘুরে বেড়ায়। এবং এবার এটাই চোখে পড়েছে সোনাক্ষী সিনহার।
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s4-2025-09-03-19-14-06.jpg)
এই অভিনেত্রী সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। এবং তিনি মাঝেমধ্যেই অনলাইন শপিং করেন। তাই এদিক ওদিক নিজের ছবি দেখতেই পান। এবার সেই নিয়েই তিনি কী লিখলেন?
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s5-2025-09-03-19-14-30.jpg)
প্রসঙ্গে যেদিন থেকে তাঁর জহির ইকবালের সঙ্গে ভারতীয় বিশেষ আইনে বিয়ে হয়েছে, সেদিন থেকেই যেন আরও রোষানলে তিনি। কেউ কেউ তো তাঁর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন। আর এবার ছবির ব্যবহার নিয়েই আওয়াজ তুললেন তিনি। বলছেন...
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s6-2025-09-03-19-14-57.jpg)
"আমি প্রায়ই অনলাইনে কেনাকাটা করি এবং লক্ষ্য করেছি আমার ছবি একাধিক ব্র্যান্ডের ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে। আমার কাছ থেকে সৌজন্যমূলক অনুমতি না নিয়েই। এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।"
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s7-2025-09-03-19-15-24.jpg)
এও বললেন, "যখন একজন শিল্পী আপনার পোশাক বা গয়না ব্যবহার করেন, তখন আপনার ব্র্যান্ডকে যথাযথ কৃতিত্ব দিয়ে পোস্ট করা হয়। কিন্তু সেই একই ছবি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ব্যবহার করা? এটি নৈতিকতার সীমা অতিক্রম করছে।"
/indian-express-bangla/media/media_files/2025/09/03/s8-2025-09-03-19-15-42.jpg)
হুঁশিয়ারি দিয়ে বললেন, "অতএব, আমি আপনাদের জানাচ্ছি- আমার ছবি অবিলম্বে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। অন্যথায় আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনাদের।"