Advertisment

Sonakshi Sinha: জহিরের সঙ্গে বিয়ে, ভিন্নধর্মে গাঁটছড়া বাঁধছে মেয়ে, সত্যিই কি মেয়ে সোনাক্ষির ওপর রেগে ছিলেন শত্রুঘ্ন?

Sonakshi Sinha Wedding: অভিনেত্রীর বিয়ের সময় থেকে নানা আলোচনা। বাবা শত্রুঘ্ন নাকি একদম রাজি ছিলেন না এই বিষয়ে। এমনকি দুই ভাইকে নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে সত্যি এল সামনে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonakshi Sinha getting married to boy friend

সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রকাশ্যে কখনোই নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করা এই দম্পতি গত জুনে গাঁটছড়া বাঁধেন। বিয়ের গুঞ্জনের পাশাপাশি শোনা গিয়েছিল সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর ভাই লব ও কুশ এই বিয়েতে খুশি নন।

Advertisment

বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠানের ছবিও অনলাইনে প্রকাশিত হয়েছিল যেখানে সোনাক্ষীর পরিবারের কাউকে দেখা যায়নি। তবে বিয়ের দিন অভিনেত্রীকে তার বাবা-মায়ের সাথে দেখা গিয়েছিল এবং তারাও একই রাতে তার রিসেপশনেও ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্তে তাঁর বাবা-মায়ের প্রতিক্রিয়া কেমন ছিল। বাবার কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের সম্পর্কের কথা সব বন্ধুবান্ধব ও পরিবার বছরের পর বছর ধরে জানে।" তিনি আরও বলেন, "আমার বাবা খুব খুশি ছিলেন। বাবা এও বলেছিলেন, যদি দম্পতি বিয়ে করতে প্রস্তুত থাকে, তবে কে থামাতে পারে? এর আগেও কয়েকবার জহিরের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তাকে খুব পছন্দ করেন তিনি। তাদের জন্মদিন প্রায় একই সময়ে। আমার বাবার জন্মদিন ৯ ডিসেম্বর এবং জহিরের জন্মদিন ১০ ডিসেম্বর, তাই তাদের খুব মিল।" 

জাহির এই প্রসঙ্গে বলেন, "আমি তার বুদ্ধিমত্তা দেখে বিস্মিত। তিনি যখন কথা বলেন, তখন তার যে জ্ঞান থাকে। তার সঙ্গে এক-দুই ঘণ্টা বসে থাকলে মনে হবে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।" সোনাক্ষী নিজের বিয়ের আসল অনুষ্ঠানের সময় যে সাদা রঙের শাড়ি পড়েছিলেন, সেটি তাঁর মায়ের শাড়ি। ফলে মাকে একদম নিজের কাছে রেখেছিলেন তিনি।

মা পুনম সিনহার প্রতিক্রিয়া সম্পর্কে সোনাক্ষী বলেন, 'আমার মা তাকে চিনতেন। তিনিই প্রথম যাকে আমি বিশ্বাস করেছিলাম। তারা নিজেরাই প্রেমের বিয়ে করেছিল এবং তারা জানে এটি কীভাবে চলে।" সাত বছর প্রেমের পর গত ২৩ জুন সোনাক্ষীর বাড়িতে রেজিস্ট্রি ম্যারেজ করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এর পরে একটি গ্র্যান্ড রিসেপশন পার্টি ছিল যেখানে সলমন খান, হুমা কুরেশি, রেখা এবং কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

bollywood Sonakshi Sinha bollywood actress Bollywood Actor
Advertisment