Advertisment
Presenting Partner
Desktop GIF

Sonakshi Sinha: সামনে সরীসৃপ! ভয়ের লেশমাত্র নেই, ভেজা চুল বরের কাঁধে এলিয়ে সোনাক্ষী যা করলেন...

Sonakshi and Zaheer: দুজনের অস্ট্রেলিয়ার একটি আইল্যান্ডে গিয়েছিলেন ঘুরতে। সেখানে গিরগিটি দেখে যে কী মজা পেয়েছেন দুজনে সেকথা সমাজ মাধ্যমে লিখলেন। অভিনেত্রী তো তাও বা দূরত্ব রাখলেন কিন্তু জহির...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sonakshi sinha-zaheer pics

বরের সঙ্গে সোনাক্ষী, সামনে যাকে দেখলেন তারপরেও... Photograph: (Instagram)

 কী সাংঘাতিক কান্ডকীর্তি! ভয়ঙ্কর ব্যাপার... সামনে এত্ত বড় গিরগিটি...তাও একটুও ভয় পাচ্ছেন না বলিউড তারকারা? একি কান্ড! সদ্য বিবাহিত দুই, কী কাণ্ড করে বেড়াচ্ছেন। অন্যরা দেখলে ভয় পাওয়ার জোগাড়। আসলে প্রসঙ্গে সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল।

Advertisment

দুজনে, খুব পারিবারিকভাবে বিয়ে করেছেন। কিন্তু মাঝেমধ্যেই এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়েছেন। এবার গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেখান থেকে যদিও বা নানা ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তাঁরা। কিন্তু, এবার যা দেখালেন তাতে অবাক হতে হয়। দুজনের সাহসের বলিহারি। সামনে জুড়ে বেড়াচ্ছে গিরগিটি, তাঁর ভিডিও করলেন তাঁরা। সঙ্গে এও লিখলেন, কিভাবে তিনি আপ্লুত এই দৃশ্য দেখে।

দুজনের অস্ট্রেলিয়ার একটি আইল্যান্ডে গিয়েছিলেন ঘুরতে। সেখানে গিরগিটি দেখে যে কী মজা পেয়েছেন দুজনে সেকথা সমাজ মাধ্যমে লিখলেন। অভিনেত্রী তো তাও বা দূরত্ব রাখলেন কিন্তু জহির, তিনি সাহস করে এগিয়ে গিয়ে গিরগিটির সঙ্গে ছবি তুললেন। তাঁর চোখ মুখের এক্সপ্রেশন ছিল দেখার মত। এখানেই শেষ না। সেই গিরগিটির দর্শন পেয়ে কী বলছেন তারা?

Advertisment

অভিনেত্রী সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন... "প্রকৃতির অদেখা কিছু, যেগুলো আমরা সহজে ছুঁতে পাইনা, আমরা দেখতে পাই না সেগুলি উপভোগ করলাম। এবং প্রথম চোজের সামনে, মনিটর লিজার্ড দেখলাম। সবমিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে।" যদিও তাঁদের কান্ড দেখে হাসছেন বেশিরভাগ। আর এর আগেও একবার অস্ট্রেলিয়া ভ্রমণের সময় বউকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেন জহির।

আর আজ তাঁদের কান্ড দেখে কেউ বলছেন, "দাদা বৌদি তো আলাদাই আনন্দ নিচ্ছেন।" আবার কেউ বললেন, সবাইকে জ্বালাচ্ছেন এই দুজন ব্যক্তি। আবার কারওর কথায়, এই দুজনের কিছুতে ভয় লাগে না। বিয়ের পর থেকেই তাঁরা নানা এক্সপেরিয়েন্স করে চলেছেন। যেমন ঘুরছেন, তেমনই বিবাহিত জীবন উপভোগ করছেন। উল্লেখ্য, সোনাক্ষীকে শেষবার দেখা গিয়েছে হিরামান্ডি সিরিজে। যেখানে তিনি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করেন।

bollywood Sonakshi Sinha Bollywood Actor bollywood actress
Advertisment