/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sona1.jpg)
Sonakshi Sinha: বিয়ে হয়ে গেল সোনাক্ষীর...
বাবা শত্রুঘ্ন নাকি আসবেন না? মেয়ের জীবনের এতবড় দিনে তিনি উপস্থিত হবেন না এও আবার হয় নাকি? সোনাক্ষী সিনহার বিয়ের আবেগঘন মুহূর্তে ঠিক কী করলেন শত্রুঘ্ন?
খবর ছিল অনেকদিন, যে আজই বিয়ে করবেন তারা। রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমেই বিয়ে করবেন। তারকারা উপস্থিত থাকলেও, সেটি খুব নির্দিষ্ট মাত্রায় রাখা হবে। সাদা রঙের শাড়িতে সোনাক্ষীকে দেখা গেল খুব মার্জিত এবং স্বল্প সাজে। অন্যদিকে, জাহিরের পরনেও সাদা রঙের পাঞ্জাবি।
দুজনের পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। মেয়ের জীবনের এমন সুন্দর একটি মুহূর্তে বাবা শত্রুঘ্ন যেন নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। মেয়ের হাত ধরেই সেই সময় দাঁড়িয়ে থাকলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর চোখে মৃদু জল। আর মেয়ে সোনাক্ষী সেই সময়ের বাবার মুখের দিকেই চেয়ে রইলেন।
নিজেদের রেজিস্ট্রি ম্যারেজের সেই ভিডিও আপলোড করেই সোনা লিখলেন, সাত বছর আগে দুজন দুজনের চোখে ভালবাসা দেখেছিলাম সবথেকে পবিত্রভাবে। আর সেই, ভালবাসাই আজকে এত কিছুর পর পরিণতি পেল। সকলের সামনে, ভগবানের আশীর্বাদে আমরা আজ এক হয়েছি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আপনাদের সকলের আশীর্বাদ চাই।
আরও পড়ুন - Alia Bhatt: প্রাণ গেলে যাক, তাও শরীরের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার কমানোর নাম নেই আলিয়ার?
কিন্তু, নিজের বিয়ের পর একটু প্রাইভেসি বজায় রেখেছেন সোনাক্ষী। নিজের সমাজমাধ্যমে, অর্থাৎ ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেও সেখানে মন্তব্য বিভাগ অফ করে রেখেছেন তিনি। তাহলে কি ভয়ের চোটে এমন কিছু করেছেন? যেহেতু তিনি মুসলিম পাত্রকে বিয়ে করেছেন, কিছুদিন ধরেই তাঁদের নানা ধরনের কথা শুনতে হয়েছে। সেসব কারণেই কি এই কান্ড করেছেন তিনি?
উল্লেখ্য, একের পর তারকারা তাঁর এই পোস্টে লাইক ঠুকলেও মন্তব্য করার উপায় নেই। অন্যদিকে, শুরু হয়ে গিয়েছে অতিথিদের আনাগোনা। এখন কে কে এই বিশেষ দিনে সিনহা বাড়িতে আসেন সেটাই দেখার।