Sonakshi Sinha: 'ওরা আমায় হিংসা করে, একা পেলে মারধরও...', ভাইদের গুণকীর্তির কথা প্রকাশ্যে আনলেন সোনাক্ষী

Sonakshi Sinha - News: সোনাক্ষী কোনদিন এই প্রসঙ্গে কোন মুখ খোলেননি। তবে তার ভাইদের আচরণ সম্পর্কে এবার তিনি জানিয়েছেন। দুই ভাইয়ের ছোট বোন, বাড়িতে অনেক কিছু সহ্য করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonakshi Sinha shared her relationship with brothers they Even beat up actress

Sonakshi Sinha-Bollywood: ভাইদের নিয়ে কী বললেন সোনা? Photograph: (Instagram)

Sonakshi Sinha News: অশান্তি শুরু হয়েছিল সেই বিয়ের দিন থেকে। সোনাক্ষী সিনহা সাত বছর প্রেম করার পর জহির ইকবালকে বিয়ে করেন, তারপর থেকে শোনা যাচ্ছিল  অন্তর্দ্বন্দ্বের কথা। দুই ভাই লব এবং কুশ বোনের বিয়েতে উপস্থিত না থাকার জেরেই শুরু হয় সমালোচনা। কেউ কেউ তো এমন বলেছিলেন, বোন হিন্দু ছেড়ে মুসলিম ধর্মে বিয়ে করেছেন বলেই তার ভাইদের এত দুঃখ।

Advertisment

সোনাক্ষী কোনদিন এই প্রসঙ্গে কোন মুখ খোলেননি। তবে তার ভাইদের আচরণ সম্পর্কে এবার তিনি জানিয়েছেন। দুই ভাইয়ের ছোট বোন, বাড়িতে অনেক কিছু সহ্য করেছেন। এবং এ প্রসঙ্গেই তিনি নানান কথা জানিয়েছেন। অভিনেত্রী জানান, তার দুই ভাই সব সময় তাকে হিংসা করতেন, কিন্তু নিজের বোনকে হিংসে করার কারণ কি?

সোনাক্ষী বাড়ির সবথেকে ছোট সন্তান। কিন্তু একবার শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, বাড়িতে তাঁর মেয়ের কথাই সবাই শুনে চলেন। সেই নাকি সবাইকে চুপ করিয়ে রেখে দেয়। তাঁর ওপর কথা বলার ক্ষমতা কারওর নেই। তাহলে, দুই ভাইয়ের কাছে কীভাবে অত্যাচার সহ্য করতেন তিনি? অভিনেত্রী নিজে মুখেই জানিয়েছেন সেই কথা। তিনি এক সাক্ষাৎকারে বলেন...

Advertisment

"আমি বাড়ির সব থেকে ছোট। যেহেতু দুই ভাইয়ের পরে একজন মেয়ে ছিলাম, তাই আমাকে সকলেই ভীষণ ভালোবাসতেন। এবং এই কারণেই আমার ভাইরা খুব হিংসা করত আমায়। এবং তারা রীতিমতো আমাকে অত্যাচার করত। কখনো কখনো একা পেলে আমাকে একান্তে মারধরও করত।" সোনাক্ষী সিনহা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মন্তব্য করেননি। তাঁর থেকেও বড় কথা, তিনি তাঁর বিয়েতে যেভাবে সমালোচিত হয়েছেন দুই ভাইয়ের অনুপস্থিতির কারণে, তারপরও চুপ থেকেছেন তিনি।

উল্লেখ্য, বাবা শত্রুঘ্ন মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন। খুব সাদামাটা আয়োজন করেই, কাছের মানুষের উপস্থিতিতে সোনাক্ষী এবং জহির বিয়ে করেন। রাত্রের পার্টিতে এসছিলেন বলিউডের অনেকেই। কিন্তু বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন জানিয়েছেন, তাঁর ছেলেদের এই রাগ সংস্কৃতিগত মত পার্থক্যের জন্যই। হয়তো তাঁর বয়স ছেলের মত হলে তিনিও এহেন প্রতিক্রিয়া দেখাতেন। কিন্তু বাবা হয়ে এই কাজ তিনি করতে পারেননি।

bollywood Sonakshi Sinha entertainment Entertainment News bollywood actress Entertainment News Today