Sonakshi-zahir Holi: জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত থেকেই নানারকম কটাক্ষ ধেয়ে এসেছে সোনাক্ষীর দিকে। রঙের উৎসব হোলির দিনও নিস্তার নেই। সোশ্যাল মিডিয়ায় আবিরে রাঙা ছবি শেয়ার করলেই জাহিরকে নিয়ে প্রশ্ন করা হবে সেটা অবশ্য আগেই টের পেয়েছিলেন সোনাক্ষী। তাই জাহির কোথায়? মুসলিম বলে রং খেলা থেকে দূরে?এই প্রশ্নের জবাব আগেই ক্যাপশনে দিয়ে দিয়েছেন হীরামাণ্ডি খ্যাত অভিনেত্রী। সোনাক্ষী লিখেছেন, ' কমেন্ট বক্সে একটু শান্ত থাকুন। আমি তো বললাম শুটিংয়ে আছি। তাই জাহির আমার সঙ্গে নেই। ও এই মুহূর্তে মুম্বইয়ে। মাথায় একটু ঠান্ডা জল ঢালুন।' একেই বোধহয় বলে অভিজ্ঞতার একটা দাম আছে।
সোনাক্ষী সবসময় ট্রোলের জবাব দেন এমনটা নয়। কিন্তু, যখন উত্তর দেন সেটা একদম হাজার ভোল্টের। কথাগুলো যেন মিছরির ছুরি হয়ে মনের মধ্যে বিঁধে যায়। কাজের ব্যস্ততার মাঝেই সুযোগ বুঝে হোলির আনন্দে মেতে উঠেছিলেন। হরেক রকমের পোজে আবির লাগানো হাতে-মুখের ছবি শেয়ার করেছেন জাহির ঘরণী। প্রিয় মানুষের থেকে দূরে থাকলেও সকলের হোলির রঙিন শুভেচ্ছা জানিয়ে সোনাক্ষী লিখেছেন, 'হোলি হ্যায়। রং দাও, আনন্দ কর!! Jatadhara-এর শুটিং সেট থেকে সকল বন্ধুদের হোলির রঙিন শুভেচ্ছা।' কমেন্ট বক্সে জাহিরও জাহির করেছেন প্রিয়তমাকে আজকের দিনে কতটা মিস করছেন।
প্রসঙ্গত, ২০২৪-এর ২৩ জুন জাহিরের সঙ্গে নতুন জীবন শুরু করেন সোনাক্ষী সিনহা। কাছের মানুষদের নিয়ে প্রাইভেট সেরিমণিতে চার হাত এক হয়েছে তারকা দম্পতির। ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পরে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন। জাহির-সোনাক্ষীর রিসেপশনে ছিল তারকাদের চাঁদের হাট। কাজল, বিদ্যা বালান থেকে অদিতি রাও হায়দারি, হুমা কুরেশি সহ অনেকেই নিমন্ত্রিত ছিলেন। তেলুগু সিনেমাতে অভিষেক ঘটতে চলেছে সোনাক্ষীর। সেই ছবিরই শুটিংয়ে রয়েছেন অভিনেত্রী। ৮ মার্চ নারী দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমার ফার্স্ট লুক।