Sonakshi Sinha At Clinic:দিনটা ছিল ২০২৪-এর ২৩ জুন। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, সই বিয়ের মাধ্যমে চার হাত এক হয়েছিল শত্রুঘ্ন সিনহা ও জাহির ইকবালের। ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছেন তারকা দম্পতি। বিয়ের পর থেকেই বারবার ধর্মান্তকরণ প্রসঙ্গ উঠে এসেছে। জাহিরকে বিয়ের পর সোনাক্ষীও নিজের ধর্ম বদলে ফেললেন? বা তাঁকে ধর্মান্তরিতকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে? এই সব কৌতুহলের মিমাংসা করেছেন সোনাক্ষী। শত্রুঘ্ন কন্যার সাফ জবাব, তাঁরা ভালবেসে বিয়ে করেছেন। ধর্ম সেখানে কোনওদিনই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। এই নিয়ে চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর একটি ছবি।
মুম্বইয়ে একটি ক্লিনিকের বাইরে গাড়ি থেকে নামছেন। মাথায় ক্যাপ। ছবিটি পিছন থেকে তোলার কারনে সোনাক্ষীর মুখ দেখা যাচ্ছে না। তবে কী কারনে তিনি হাসপাতালে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন পরিবারে হয়ত নতুন সদস্য আসছে। কেউ আবার মন্তব্য করেছেন, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে এসেছেন সোনাক্ষী। প্রসঙ্গত, বিয়ের কয়েকদিন পর হাসপাতালে সোনাক্ষীকে দেখে মা হওয়ার গুঞ্জন রটেছিল। পরে অবশ্য জানা যায় বাবা শত্রুঘ্ন সিনহাকে দেখতে এসেছিলেন সোনাক্ষী। বিয়ের বছর ঘোরার আগে ফের হাসপাতালে সোনাক্ষীকে দেখে তৈরি হয়েছে নতুন জল্পনা।
উল্লেখ্য, এক সাক্ষাৎকারে নানারকম প্রশ্নের মুখোমুখি হয়েছেন জাহির ঘরণী। কখনও ভিন্ন ধর্মে বিয়ের প্রসঙ্গ তো কখনও মায়ানগরীতে সুইমিং স্যুট কেন পরেন না সেই সংক্রান্ত প্রশ্ন। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, দুজন মানুষ একে অপরকে ভালবেসে বিয়ে করলে ধর্ম সেখানে প্রাধান্য পায় না। তিনি জাহিরের সঙ্গে নিয়াজে বসেন। আবার সিনহা পরিবারের দিওয়ালি সেলিব্রেশনে সামিল হন জাহির। দুজনেই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাই ধর্মান্তকরণের কোনও প্রশ্নই নেই বলে জানান দাবাং গার্ল। অন্যদিকে মুম্বই বা দেশের কোনও জায়গায় সুইমস্যুট পরতে ভয় পান। তিনি চান না কেউ যদি তাঁর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিক। তারপর তা নিয়ে বিস্তর চর্চা হোক।