/indian-express-bangla/media/media_files/2024/12/25/BOuRjYbqiF78lGvbzdHG.jpg)
Sonakshi Sinha Health update: সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালকে ঘিরে ভক্তদের উৎসাহের অন্ত নেই। অন্যদিকে আবার তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত নিন্দুকেরা। সেসব নিয়ে অবশ্য মোটেই ভাবিত নন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ব্যক্তিগতজীবন নিয়ে আপডেট দিয়ে যান জাহির-সোনাক্ষী। ৮ জুন রবিবার ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন জাহির ইকবাল। সঙ্গে বেটারহাফ সোনাক্ষী সিনহা। স্বামী হিসেবে জাহির কতটা যত্নবান সেই নজিরই রয়েছে ভিডিওতে। অভিনেতার ইনস্টাগ্রাম পোস্টে এটা স্পষ্ট অসুস্থ দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। তোয়ালে দিয়ে মাথা ঢেকে স্টিম নিচ্ছেন জাহির ঘরনি।
সেই সময় মজা করে শাহরুখের কোয়েলা সিনেমার সেই সেরা গান Ghoongte Mein Chanda গেয়ে অসুস্থ স্ত্রীর মুখে হাসি ফুটিয়েছেন। স্টিম নেওয়ার সময় কাশি হচ্ছিল সোনাক্ষীর। তখন ফের মজা করে জাহির যোগ করেন, 'হোঁশ না খো দে কভি জোর সে খাসনেওয়ালা।' কয়েক সেকেণ্ডের ওই ভিডিওটি পোস্ট করে জাহির লিখেছেন, 'এই মেয়েটি এখন ভাইরাল।' সঙ্গে হাসির ইমোজি। জাহির-সোনাক্ষীর খুনসুটির মুহূর্ত শেয়ার করতেই কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁদের জুটির তারিফ করেছেন তো কেউ আবার সোনাক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সেলেব দম্পতির মজার ভিডিও উপভোগ করে ভক্তরা। প্রসঙ্গত, ২ জুন ৩৮-এ পা রেখেছেন সোনাক্ষী। শুভেচ্ছায় ভেসেছেন বার্থডে গার্ল। জন্মদিনের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে জাহির তাঁর বউকে আদরে-যত্নে মেক-আপ করে দিচ্ছেন। সেই সঙ্গে বহুমূল্যের প্রোডাক্টও নষ্ট করে ফেলেছেন জাহির। প্রথমে একটু রাগ হলেও, জাহিরের জন্য সোনাক্ষীর রাগ ক্ষণস্থায়ী!
মায়ানগরী মুম্বইয়ে কোভিডের বাড়বাড়ন্ত। তাই অসুস্থ হলেই করোনা আক্রান্ত হওয়ার একটা ভয় প্রত্যেকের মনেই রয়েছে। সোনাক্ষীও তার ব্যতিক্রম নন। অভিনেত্রীও তাঁর ইনস্টা হ্যান্ডেলে কোভিড রিপোর্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত নন। অশ্বিনী আইয়ার তিওয়ারির আপকামিং লিগল ড্রামায় আইনজীবীর চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। এছাড়াও সাইকোলজিক্যাল থ্রিলারে পরেশ রাওয়াল, অর্জুন রামপালের সঙ্গে কাজ করবেন দাবাং গার্ল।
আরও পড়ুন 'দয়া করে আমাকে...একটু ঘুমাব', জন্মদিনের মধ্যরাতে প্রিয়জনের কাছে কেন এমন আর্জি সোনাক্ষীর?