/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/sona.jpg)
Sonakshi Sinha marriage- ইসলাম কবুল করছেন সোনাক্ষী?
তাঁর বিয়ে নিয়ে এখন আলোচনার শেষ নেই। বলিউডে এখন বিয়ে মানেই নানা শোরগোল। আর সেখানে সোনাক্ষী সিনহা যাকে বিয়ে করবেন তিনি ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় আরও রোষানলে অভিনেত্রী।
কানাঘুষো খবর সোনাক্ষী নাকি ধর্ম পরিবর্তন করছেন! এটি হওয়া নিতান্তই অস্বাভাবিক নয়। করিনা কাপুর খান নিজেও ধর্ম পাল্টে ফেলেছিলেন সইফকে বিয়ে করার সময়। যদিও, ধর্ম না পাল্টানোর দলে অনেকেই আছেন। রিচা চাড্ডা কিংবা গৌরী খান রয়েছেন সেই তালিকায়।
কিন্তু সোনাক্ষী বিয়ের আগে ধর্ম পাল্টাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে। আর সেটি রটতেই ফিল্ডে নামলেন তাঁর হবু শ্বশুরমশাই। আগামীকাল বিয়ে। গতকাল, শত্রুঘ্ন সিনহা এবং জামাই জাহিরকে একসঙ্গে দেখা গিয়েছিল। বিয়ে নিয়ে নানা রটনা রয়েছে। সোনাক্ষীর শ্বশুর বললেন...
আরও পড়ুন - Alia Bhatt: সকাল সকাল সব বদলে গেল, প্রেগন্যান্সির আঁচ পেতেই কাঁদলেন আলিয়া!
"যা রটছে তা মোটেই ঠিক না। সোনাক্ষী মোটেই ধর্ম পাল্টাচ্ছে না। দুটি মনের মিলন হচ্ছে। এখানে, এসব আসবে কেন? আমি মনুষ্যত্ব শব্দটায় বিশ্বাস করি। হিন্দুরা যাকে ভগবান মানেন, আমাদের কাছে তিনি আল্লাহ। দিন শেষে আমরা তো মানুষ নাকি? জাহির সোনাক্ষীর প্রতি অনেক আশীর্বাদ।"
উল্লেখ্য, সোনাক্ষী এবং জাহিরের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই জানা হয়েছিল বাবা শত্রুঘ্ন সিনহা নাকি এই কারণেই তাঁদের বিয়েতে হাজির হচ্ছেন না। কিন্তু সেসব গুজব হাওয়ায় উড়িয়ে দিয়েছেন তিনি। সকলকে খামোশ করে তিনি জানিয়েছেন, "এসব মিথ্যে! নিজের চরকায় তেল দিন।"