/indian-express-bangla/media/media_files/2024/12/30/fQ8yT8x7seGdWZaJAK1O.jpg)
যা যা শুনতে হল জহিরকে... Photograph: (Instagram)
Sonakshi - Zaheer: তারকা দম্পতিদের মধ্যে আনবান লেগেই থাকে। নিজেদের মধ্যে ঝগড়া হলে যেমন তারা সকলের সামনে দেখান, ঠিক তেমনই ভালবাসার ঝলক সকলের সামনেই তুলে ধরেন। কিন্তু, পাতি বাংলা ভাষায় ক্যাওয়াস কাপল বলে যদি কিছু হয়, এটি হয়তো সোনাক্ষী সিনহা ( Sonakshi Sinha ) এবং জাহির ইকবাল। তাঁরা দুজনে যে ধরনের, কান্ডকীর্তি সকলের সামনে দেখান, লোকে অবাক হবেই।
তারকা দম্পতিদের মধ্যে তাঁদের নিয়ে চর্চা হতেই থাকে। বিশেষ করে যেহেতু তারা দুজনই অন্য ধর্মে বিয়ে করেছেন, বেশিভাগ মানুষেরই প্রশ্ন এমন যে তাদের ডিভোর্স কবে হবে? সমাজ মাধ্যমে মাঝেমধ্যে গুঞ্জন ওঠে, এই বুঝি তাঁরা আলাদা হলেন। জহির এবং সোনাক্ষীর সংসারে, ভাঙন ধরলেই বুঝি আনন্দ তাঁদের। কিন্তু, না! তাঁরা দুজনে বহাল তবিয়তে আছেন। সমাজ মাধ্যমে যে ধরনের কাণ্ড কীর্তি করছেন, তাতে অবাক না হয়ে উপায় নেই। তবে, সোনাক্ষী যেভাবে জাহিরকে সহ্য করছেন, সেকথা না বললেই নয়।
অভিনেত্রীর বহুমূল্য জিনিস জহির নষ্ট করলেন, কিন্তু তাতেও সোনাক্ষী প্রথম প্রথম রাগ করলেও নিজেকে সামলে নিলেন। সেই দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দম্পতিরা ঝগড়া ঝাটি করবেন, একথা খুব স্বাভাবিক! সেটাই হল তাঁদের মধ্যে। আসলে, সোনাক্ষী সাজগোজ করতে গেলেই জহির তাঁকে প্রচণ্ড মাত্রায় বিরক্ত করেন। তাঁকে রাগানো যেন নিজের নৈতিক অধিকার বলেই মনে করেন। এক্ষেত্রেও সেটাই হল। সোনাক্ষিকে সাজিয়ে দিয়েছিলেন তিনি। আর তাঁর বহুমূল্য মেকাপ প্রোডাক্ট ধ্বংস করলেন।
মেয়েরা, সাজগোজের সামগ্রী নিয়ে কতটা খুঁতখুঁত করেন, একথা অনেকেই জানেন। দামি মেকাপ প্রোডাক্ট এর একটুও যদি, হাত থেকে নষ্ট হয় তবে, নিজেদের ক্ষমা করতে পারেন না। আর এক্ষেত্রেও হল তাই। সোনাক্ষী রেগেমেগে তাকালেন তাঁর দিকে। এমনকি তাঁকে এও বলতে শোনা গেল, নষ্ট করিস না। একদম নষ্ট করিস না। এটার অনেক দাম। আর যখন হাত থেকে জহির সেটা ফেলে দিলেন, তখন দীর্ঘশ্বাস ফেললেন তিনি। সঙ্গে সঙ্গে এও বললেন, "বাহ! খুব ভাল। অনবদ্য.."