মুম্বই এয়ারপোর্টে সোমবার পাপারাজিদের ক্যামেরায় খোশমেজাজে দেখা মিলল সোনালি বেন্দ্রের। বেশ কিছু মাস চিকিৎসার কারণে নিউ ইয়র্কে ছিলেন অভিনেত্রী। এদিন ভারতে ফিরলেন তিনি। সারফারোশ, হাম সাথ সাথ হ্যায়,ডুপ্লিকেটের মতো ছবির জন্য বিখ্যাত তিনি। অনেকদিন ধরেই মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত তিনি।
কালো জামাকাপড়ে এদিন বিমানবন্দরে দেখা মিলল তাঁর। এতদিন বাইরে থাকলেও সোশাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে দিব্যি যোগাযোগ রেখেছিলেন তিনি। সোনালীর বর ও প্রযোজক গোল্ডি বহেল সোনালীর সঙ্গে নিউইয়র্কেই ছিলেন। ওদেশ থেকে আসার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছিলেন তিনি।
হাসি-খুশি সোনালি মুম্বই বিমানবন্দরে। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
স্বামী গোল্ডি বহেলের সঙ্গে সোনালি। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
কালো জামাকাপড়ে এদিন বিমানবন্দরে দেখা মিলল তাঁর। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
সারফারোশ, হাম সাথ সাথ হ্যায়,ডুপ্লিকেটের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এক্সপ্রেস ফোটো- ভারিন্দর চাওলা
আরও পড়ুন, বাহুববলীর রেকর্ড ভাঙতে পারে থালাইভার 2.0
নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছিলেন সোনালি। এক বিবৃতিতে সোনালি বলেছিলেন, হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত তিনি। সামন্য যন্ত্রণাবোধের পর কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। একটি টুইটের মাধ্যমে এ তথ্য জানানোর সঙ্গে সঙ্গেই সোনালি বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শেই নিউ ইয়র্কে গিয়েছেন তিনি। তবে তিনি যে হাল ছাড়বেন না, এবং শেষ অবধি লড়ে যাবেন, তাঁর শুভানুধ্যায়ীদের সে ব্যাপারে নিশ্চিত করে জানিয়েছেন বার বার। দুঃসময়ে পাশে থেকেছেন যে পরিজন ও বন্ধুরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী
Read the full story in English