/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/sonam-kapoor-happy-birthday.jpg)
একমাস আগেই বিয়ে করেছেন সোনম-আনন্দ।
ফ্যাশানিস্তা অভিনেত্রী সোনম কাপুর পার করলেন আরও এক বসন্ত। আজকের দিনটা লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গেই কাটাবেন তিনি। তারপরের প্ল্যান কি? পার্টি! বিয়ের পর প্রথম জন্মদিন সোনমের, স্পেশাল যে হবে সেকথা বিলক্ষণ বোঝা যাচ্ছে। দিনটা শুরু হয়েছে আনন্দের সোনমকে ইনস্টাগ্রামে উইশ করে।
A post shared by anand s ahuja (@anandahuja) on
একমাস আগেই বিয়ে করেছেন সোনম-আনন্দ। সংবাদের শিরোনামে বেশ কিছুদিন ছিল সেই বিশাল সমারোহের বিয়ে। শুধু আনন্দই নন, বীরে দি ওয়েডিংয়ের কো-অ্যাক্টর স্বরা ভাস্করও ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোনমকে। স্বরা ও সোনমের বন্ধুত্ব তো সর্বজনবিদিত। মেহেন্দির ছবি পোস্ট করে উইশ করেন স্বরা।
???????? ???? ????????@sonamkapoor @rheakapoor @karanboo #2Cakez
A post shared by anand s ahuja (@anandahuja) on
A post shared by Swara Bhasker (@reallyswara) on
আপাতত বীরে দি ওয়েডিং বক্স অফসে তেমন সাড়া না ফেললেও আশাহত নন সোনম। কেননা সামনেই তো আসছে রাজকুমার হিরানীর ছবি 'সনজু'। ২৯ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে সোনমের এই ছবি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us