অনিল কাপুরের পরিবারে অপেক্ষার অবসান। মা হলেন সোনম কাপুর (Sonam Kapoor)। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র। দেখে আনন্দে আত্মহারা দাদু অনিল থেকে দিদিমা সুনীতা কাপুর, মাসি রিহা, মামা অর্জুন কাপুর-সহ সকলেই। আর সোনম-আনন্দের এই আনন্দঘন মুহূর্তের খবর ফাঁস করলেন বলিপাড়ার-ই আরেক কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর।
Advertisment
সোনম-আনন্দের (Sonam Anand) শেয়ার করা পোস্টের স্ক্রিনশট জুড়ে নীতু শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার সকালেই সোনমের সন্তান ভূমিষ্ঠ হয়। সোনম-আনন্দের তরফে যে মেসেজ পাঠানো হয়েছে, তাতে স্পষ্ট লেখা, "২০.৮.২২ তারিখে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। পরিবার, বন্ধুবান্ধব যাঁরা এই সময়ে আমাদের পাশে থেকেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক এবং হাসপাতালের নার্সদেরও ধন্যবাদ জানাচ্ছি।"
Advertisment
এরপরই তারকাদম্পতি যোগ করেন, "এটা সবে শুরু, তবে এখান থেকেই আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে।.." সোনম কাপুরের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে শুভেচ্ছার জোয়ার। সকলেই সন্তান ও মা-বাবাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। নীতুর পাশাপাশি সোনমের মা হওয়ার খবর নিশ্চিত করলেন ফারহা খানও।