রাজকীয় বেশে সোনম, দর্শক আনন্দ

ভীরে দি ওয়েডিং ছবির পর তাঁকে দেখা গেল একটি গহনা ব্র্যান্ডের শোতে, এদিন তাঁকে সাথ দিয়েছেন তাঁর পতি পরমেশ্বরও।

ভীরে দি ওয়েডিং ছবির পর তাঁকে দেখা গেল একটি গহনা ব্র্যান্ডের শোতে, এদিন তাঁকে সাথ দিয়েছেন তাঁর পতি পরমেশ্বরও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফ্যাশনিয়েস্তা সোনম কাপুর।

ফ্যাশনিয়েস্তা সোনম কাপুর। এবার এথনিক পোশাকে র‌্যাম্প মাতালেন তিনি।  ভীরে দি ওয়েডিং ছবির পর তাঁকে দেখা গেল একটি গহনা ব্র্যান্ডের শোতে, এদিন তাঁকে সাথ দিয়েছেন তাঁর পতি পরমেশ্বরও।  জয়ন্তী রেড্ডির ডিজাইনের একটি সূক্ষ্ম কাজের লেহেঙ্গায় তাঁকে অনবদ্য লাগছিল।

Advertisment

এদিন যে সুবিশাল জহরতে দেখা গেছে নীরজা গার্লের গায়ে  তা ডিজাইন করেছেন  তানিয়া ঘভরি। এদিনের শোয়ের মূল আকর্ষণ ছিল গলার হার, নেকলেস, মং টিকা, কানের দুল যা আনানো হয়েছে বিরধিচন্দ ঘনশ্যামদাস। এদিন দর্শকের ভীড়ে বসে ছিলেন আনন্দ।

publive-image দিল্লিতে এই অনুষ্ঠানে সোনম কাপুর এবং আনন্দ আহুজা হাসিতে মত্ত।

publive-image সোনম কাপুর এবং আনন্দ আহুজা অন ক্যামেরা অভিনয় করলেন

publive-image ক্যামেরা বন্দী কপোত কপোতীর রোমান্স

publive-image এদিন দর্শকের ভীড়ে বসে ছিলেন আনন্দ।

publive-image জয়ন্তী রেড্ডির ডিজাইনের একটি সূক্ষ্ম কাজের লেহেঙ্গায় তাঁকে অনবদ্য লাগছিল।

Advertisment

publive-image কিছুদিন আগেই সোনমের সঙ্গে বিয়ে হয়েছে আনন্দ আহুজার 

sonam kapoor bollywood anand ahuja