Advertisment

সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর, মুম্বইয়ে জমকালো বিয়ের অনুষ্ঠান

সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। ছোটবেলার বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনিল তনয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
sonam kapoor marriage

বিয়ে করলেন সোনম কাপুর, পাত্র আনন্দ আহুজা। ছবি - অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস

সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। ছোটবেলার বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অনিল কাপুর তনয়া। বিয়ের অনুষ্ঠান হল মুম্বইয়ের বান্দ্রায়, সোনমের আত্মীয় কবিতা সিংয়ের বাংলোয়। শিখ রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সোনম-আনন্দ। গত কয়েকদিন ধরেই সোনমের বিয়ে ঘিরে সাজো সাজো রব ছিল বলিপাড়ায়। মেহেন্দি, সংগীত অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল সোনমের বাড়িতে। বিয়ের দিন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতেও হাজির ছিলেন বলিউডের সেলেবরা।

Advertisment

আরও পড়ুন, সোনম কাপুরের মেহেন্দিতে চাঁদের হাট, দেখুন দিনভোর আনাগোনা চলল কাদের!

sonam kapoor wedding

কনের সাজে সোনম। ছবি -অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

sonam kapoor wedding

নববধূর সাজে সোনমের থেকে চোখ ফেরানো দায়! ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

sonam kapoor wedding, anil kapoor

অনিল কাপুর যখন কনের বাবা! ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন, সোনম কাপুরের প্রি ওয়েডিং: মেহেন্দিতে জাহ্নবী কাপুর,রানি মুখার্জি সহ চাঁদের হাট, দেখুন ছবিতে

sonam kapoor wedding

সোনমের বিয়েতে বাবা বনি কাপুরের সঙ্গে জাহ্নবী ও খুশি কাপুর। ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

kareena kapoor, sonam kapoor wedding

সোনমকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সইফ আলি খান, করিনা কাপুর খান ও করিশ্মা কাপুর। বাবার কোলে চড়ে এসেছিল তৈমুরও। ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

rani mukherjee

সোনমের বিয়েতে জমকালো সাজে রানি মুখার্জি। ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

aamir khan

সোনমের বিয়েতে স্ত্রী কিরণের সঙ্গে এলেন আমির খান। ছবি- অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ranveer singh

মি: হোয়াইট! সোনমের বিয়েতে হাজির রণবীর সিং। ছবি অমিত চক্রবর্তী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুম্বইের লীলা হোটেলে সন্ধেয় সোনম ও আনন্দের রিসেপশন।

Advertisment