সোনমের রিসেপশনের কিভাবে আসর মাত করলেন বাবা অনিল কপুর?

সোনম কাপুর ও আনন্দ আহুজার রিসেপশনে সেরা সোয়্যাগটি দিলেন স্বয়ং অনিল কাপুর। করণ জোহর, শাহরুখ খান, সলমন খানের সঙ্গে তাল মিলিয়ে ফ্লোর মাতালেন তিনি সোনমের বিয়ের রাতে। দেখুন ভিডিও।

সোনম কাপুর ও আনন্দ আহুজার রিসেপশনে সেরা সোয়্যাগটি দিলেন স্বয়ং অনিল কাপুর। করণ জোহর, শাহরুখ খান, সলমন খানের সঙ্গে তাল মিলিয়ে ফ্লোর মাতালেন তিনি সোনমের বিয়ের রাতে। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভীষণ ঘরোয়া ভাবে বিয়ে করলেও সোনমের রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট। এই পার্টি উপলক্ষে এক ছাদের তলায় হাজির হয়েছিল গোটা টিনসেল টাউন। শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, কঙ্গনা রানাওয়াত,করিনা কাপুর খান, সইফ আলি খান, করণ জোহর সমেত বলিউডের সমস্ত ছোট-বড় নাম এদিন উপস্থিত ছিল মুম্বইয়ের লীলা প্যালেস হোটেলে।

Advertisment

করণ জোহর চমক দিলেন সোনমের প্রেম রতন ধন পায়ো সিনেমার গানে নেচে। তবে এদিন সন্ধ্যার সেরা সারপ্রাইজ প্যাকেজটি উপহার দিলেন সোনমের বাবা স্বয়ং অনিল কপুর। মেয়ের বিয়েতে প্রাণখোলা নাচে তিনি স্মরণ করালেন তাঁর নায়ক-সময়ের কথা। আর তাতে যোগ্য সংগত দিলেন সলমন খান, শাহরুখ খান এবং রণবীর সিং। কাকার ছন্দে পা মেলালেন অর্জুন কাপুরও।
দেখুন সেই অনুষ্ঠানের বাছাই মূহূর্তগুলি।

Advertisment

salman khan sharukh khan sonam kapoor anil kapoor anand ahuja