সুখবর অনিল কাপুরের পরিবারে! মা হতে চলেছেন অনিল-কন্যা সোনম কাপুর। আনন্দ আহুজা ও সোনমের জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে এই সুখবর দিলেন তারকাদম্পতি। যা শুনে খুশিতে একেবারে ডগমগ 'হবু দাদু' অনিল কাপুর। নেটদুনিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, "নতুন ভূমিকার জন্য তৈরি হচ্ছি।"
Advertisment
সোমবার অভিনেত্রীর শেয়ার করা সাদাকালো ছবিতে স্পষ্ট দেখা গেল তাঁর 'বেবি বাম্প'। স্বামী আনন্দ আহুজার কোলে মাথা দিয়ে আদুরে সোনম পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। আরেকটি ছবিতে দেখা গেল, আনন্দ স্ত্রীয়ের 'বেবি বাম্প'-এ সযন্তে হাত দিয়ে রেখেছেন। আর এমন আদুরে ছবি দিয়ে সংসারে আগত নতুন সদস্যের উদ্দেশে ক্যাপশনে লিখেছেন, "এই চার হাত তোমাকে সযন্তে বড় করে তুলবে। দুজনের হৃদস্পন্দন মিলেমিশে তোমার থেকেই শোনা যাবে। জীবনের প্রত্যেকটা ধাপে। এই পরিবার তোমাকে ভালবাসায় ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর যে আর সইছে না!"
সোনমের এমন পোস্টেই শোরগোল নেটদুনিয়ায়। বিটাউনের বন্ধুরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোনমকে। করিনা কাপুর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, সোফি চৌধুরি, ভাবনা পাণ্ডে থেকে শুরু করে ডাব্বু রতনানি-সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তারকাদম্পতিকে। ততোধিক খুশি অনিল কাপুরও।
Advertisment
টুইটারে মেয়ে-জামাইয়ের ছবি শেয়ার করে লিখলেন, "এবার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি- দাদু। আমাদের জীবন আর আগের মতো থাকবে না। সোনম-আনন্দ তোমরা আমাদের খুশির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছো এমন সুখবর দিয়ে।"
Now preparing for the most exciting role of my life - GRANDFATHER!! Our lives will never be the same again and I couldn’t be more grateful! @sonamakapoor & @anandahuja you have made us happy beyond measure with this incredible news! 🙏🏻♥️ pic.twitter.com/wa0GIocCMP