Sonam Kapoor-Ambani Wedding: গোটা বিশ্ব নাচছে আম্বানি বাড়িতে, সেখানে বরের সঙ্গে কোথায় স্বর্গসুখ খুঁজছেন সোনম?

Sonam kapoor news: অনেকেই বলছে, আম্বানি বিরাটের পাশাপাশি সোনমকে কিনতে পারলেন না। আর ওদিকে, এই তামঝামে যখন প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত চলে এলেন, সেখানে সোনম...

Sonam kapoor news: অনেকেই বলছে, আম্বানি বিরাটের পাশাপাশি সোনমকে কিনতে পারলেন না। আর ওদিকে, এই তামঝামে যখন প্রিয়াঙ্কা চোপড়া পর্যন্ত চলে এলেন, সেখানে সোনম...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonam kapoor at Wimbledon London for women's final bollywood news

কোথায় গেলেন সোনম?

এখনও নাচ শেষ হয়নি বলিউডের। গতকালের সুন্দর সন্ধ্যে এবং রাতের পর ফের একবার তারকারা জড়ো হতে শুরু করেছেন। আজ নাকি, অনন্ত এবং রাধিকার আশীর্বাদ অনুষ্ঠান পর্ব। গতকাল সারারাত জেগে ছিল গোটা মুম্বাই।

Advertisment

তারকারা সারারাত আনন্দ করেছেন। সন্ধ্যে থেকে তারা নেচে কুদে একসার! বাদ পড়েননি বাবা রামদেব পর্যন্ত। রজনীকান্ত থেকে অমিতাভ সকলকেই দেখা গিয়েছিল কাল। আজ আবার তাঁদের উপস্থিতি। সেখানেই হাজির হয়েছেন সকলে। যদিও, এবার তাদের সংখ্যা অনেক কম।

তবে, সকলে উপস্থিত থাকলেও বেশ কয়েকজন এই বিয়েতে থাকতে পারেননি। তাঁর মধ্যে রোহিত শর্মা ও তার পরিবার, বিরাট কোহলি এবং অনুষ্কা, পাশাপাশি সোনম কাপুর পর্যন্ত রয়েছেন। তাঁরা সকলেই দেশের বাইরে থাকার জন্য এই বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।

রোহিত শর্মার পাশাপাশি, এবার সোনম কাপুর নিজেও গেলেন উইম্বলডন দেখতে। ওমেন্স ফাইনালের জন্য বিশেষভাবে পৌঁছেছিলেন তাঁরা। স্বামী আনন্দ আহুজাকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন সোনম। সেই ভিডিও শেয়ার করেছেন নিজেই। এমনকি, মাঠের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

Advertisment

আবার অনেকেই একথা বলেছেন, সোনম কাপুর একমাত্র সঠিক কাজ করেছেন যে উনি এই বিয়ের অনুষ্ঠানে হাজির হননি। আবার কেউ এমন বললেন, ইনি থাকলে আরও কিছু অদ্ভুত ফ্যাশন দেখতে হত। আবার কেউ কেউ এমনও বললেন, আম্বানি বিরাটের পাশাপাশি একেও দেখলাম আনতে পারল না।

bollywood sonam kapoor Entertainment News