অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে সোনম কাপুর, স্কটল্যান্ডে শুরু শুটিং

নীরজা'র পর এবার ফের এক নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর।

নীরজা'র পর এবার ফের এক নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sonam-Kapoor

শেষবার 'নীরজা'য় তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকদের। কিন্তু তারপর সিনেপর্দায় সোনম কাপুরের উল্লেখযোগ্য পারফরম্যান্স বলতে সেভাবে আর কিছু মনে পড়ে না! তবে এবার অভিনেত্রীর ঝুলিতে এক দুর্ধর্ষ ছবি রয়েছে। এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনমকে। এক সিরিয়াল কিলারকে উপযুক্ত শিক্ষা দেওয়াই যাঁর মূল লক্ষ্য। কাজেই অন্ধ পুলিশ অফিসারের চরিত্র চিত্রায়ণ করা যে সোনম কাপুরের (Sonam Kapoor) পক্ষে বেশ চ্যালেঞ্জিং তা হলফ করে বলাই যায়।

Advertisment

সিনেমার নাম 'ব্লাইন্ড' (Blind)। সোমবার থেকেই স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমার শুটিং। ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। পরিচালকের আসনে রয়েছেন সোম মাখিজা। উল্লেখ্য, 'ব্লাইন্ড'- এর হাত ধরেই বলিউডে একক পরিচালক হিসেবে শিঁকে ছিঁড়তে চলেছে তাঁর। কারণ এর আগে 'বদলাপুর', 'কহানি ২', 'আই, মি অউর ম্যায়'-এর মতো একাধিক ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করলেও এযাবৎকাল এককভাবে কোনও সিনেমা পরিচালনা করেননি তিনি। সোনম ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন পূরব কোহলি, বিনয় পাঠক ও লিলেট দুবের মতো অভিনেতারা।

'ব্লাইন্ড'-এর প্রযোজনা করছেন অভিষেক ঘোষ, পিঙ্কেশ নাহার, শচিন নাহার-সহ বিশিষ্ট বলিউড পরিচালক সুজয় ঘোষও (Sujoy Ghosh)। প্রসঙ্গত, এর আগে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে, সুজয় ঘোষের সঙ্গে তাঁর বহুদিনের কাজ করার ইচ্ছে। তবে এবার অবশেষে পরিচালক সুজয়ের ছবিতে না হোক অন্তত প্রযোজক সুজয় ঘোষের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।

Advertisment

উল্লেখ্য, নীরজা'র পর এবার ফের এক নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সোনম কাপুর। বছর চারেক পর দর্শকরা আবার তাঁকে দেখতে পাবেন অন্যরকম অবতারে। গতবছর ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে অভিনয় করেছিলেন সোনম। তাছাড়া দিদি রেহা কাপুরের প্রযোজনায় ‘ভীরে দি ওয়েডিং’-এর মতো নারীকেন্দ্রিক ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে, তবে ২টো ছবির কোনওটাই বক্স অফিসে সেরকম লক্ষ্মীলাভ করতে পারেনি। তারপর অবশ্য সুখের ঘরকন্নায় মন দিয়েছিলেন অভিনেত্রী। এবার দীর্ঘ বিরতির পর ফের সিনেমার সেটে অবতরণ অনিলকন্যা সোনম কাপুরের।

View this post on Instagram

A post shared by Taran Adarsh (@taranadarsh)

sonam kapoor