scorecardresearch

চার্লসের রাজ্য অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত সোনম! ‘একে ভারতে কেউ ডাকে না’, চরম খিল্লি নেটপাড়ায়

‘কোহিনুরটা খুঁজে দেখবেন…’ সোনমের সঙ্গে তুলনা উঠল দীপিকার

sonam kapoor, sonam kapoor trolled, king charles iii, sonam kapoor at king charles cornonation consart
ব্রিটেনে আমন্ত্রিত সোনম

সোনম ডাক পেয়েছেন রাজা চার্লস এর রাজ্য অভিষেক উপলক্ষে। এমনিতেও এখন লন্ডনে বেশিই থাকেন তিনি। সেই কারণেই কি এই অনুষ্ঠানে ডাক পেলেন তিনি? স্বামী আনন্দ আহুজা লন্ডনের বেশ নামকরা ব্যবসায়ীও বটে। কিন্তু বলিউড অভিনেত্রীকে ডাকলেও মোটেই খুশি নন ভারতীয়রা।

মে মাসের ৬ তারিখ, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যবিতে অনুষ্ঠিত হবে কিং চার্লসের রাজ্যঅভিষেক। তারপরের দিন অর্থাৎ ৭তারিখ উইন্ডসর প্রাসাদে হবে কনসার্ট। সেখানে উপস্থিত থাকবেন সারা বিশ্বের বিরাট নামজাদা তারকারা। টম ক্রুজ, কেটি পেরি, লিওনেল রিচি ছাড়াও অনেকে। শুধু যে সোনম আমন্ত্রিত এমনটা নয়, বরং তিনি নাকি শান্তি এবং একজোট হয়ে কাজ করার বার্তাও দেবেন। এ প্রসঙ্গে সোনম জানিয়েছিলেন, এটি একটি গর্বিত মুহূর্ত। যুক্তরাজ্যের জন্য এক গুরুত্বপূর্ন উপলক্ষ্য। ভবিষ্যতের জন্য এক বিরাট অনুপ্রেরণা দেবে এই কনসার্ট।

কিন্তু সোনম আমন্ত্রণ পেয়েছেন শুনে মোটেই খুশি নন ভারতীয়রা। তাঁদের প্রশ্ন একটাই উনি কি এমন করেছেন যার জন্য আমন্ত্রণ পেলেন? আবার কেউ বললেন, ভারতীয় সিনেমাকে কিছু দিতে পারলেন না আবার ওখানে কি দিতে চলেছেন? কেউ কেউ ট্রোল করেই বললেন…ওকে ভারতে কেউ স্পিচ দিতে ডাকে না, আর আপনারা ডেকেছেন? কুইনের পরিবারের পছন্দ খুব খারাপ। অনেকেই তুলনা টানলেন দীপিকার সঙ্গে। FIFA ওয়ার্ল্ড কাপে ট্রফি হাতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী কে। অস্কারের মঞ্চে আলোড়ন ফেলেছিলেন দীপিকা। নিদারুণ গর্ব অনুভব করেছিলেন গোটা ভারতবাসী। কিন্তু সোনম কাপুরকে নিয়ে গর্ব তো দূর বরং হায় হায় করছেন তারা?

২০২০ সালের পর থেকে এমনিও তিনি পর্দায় নেই। ছেলের জন্মের পর থেকে তাঁকে নিয়েই সময় কাটান। সিনেপ্রেমীদের কথায়, জীবনে হিট খুব কম দিয়েছেন সোনম। নীরজা ছবি ছাড়া আর একটিও ভাল ছবিতে তাঁকে দেখা যায় নি। তাহলে কি এমন কারণ যে তাঁকে ডাকা হল? যদিও এই নিয়ে মজাও করছেন অনেকে। সোনমকে গুরুদায়িত্ব দিলেন, বললেন..যাচ্ছেন যখন কোহিনুরটা আনতে পারেন কিনা দেখবেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sonam kapoor trolled after got an invitation prince charles coronation concert