Sushant Singh-Soni Razdan: 'একটা নির্দোষ মেয়েকে...', সুশান্ত মামলায় রিয়া নির্দোষ প্রমাণ হতেই সুর চড়ালেন মহেশ পত্নী

Soni Razdan-Rhea Chakraborty: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে ইতি টেনেছে সিবিআই। পাঁচ বছর রিয়া নির্দোষ প্রমাণ হতেই তাঁর পাশে দাঁড়িয়েছেন পূজা ভাট, দিয়া মির্জা। সেই তালিকার নয়া সংযোজন মহেশ পত্নী সোনি রাজদানও। রিয়াকে সমর্থন করে কী বললেন?

Soni Razdan-Rhea Chakraborty: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে ইতি টেনেছে সিবিআই। পাঁচ বছর রিয়া নির্দোষ প্রমাণ হতেই তাঁর পাশে দাঁড়িয়েছেন পূজা ভাট, দিয়া মির্জা। সেই তালিকার নয়া সংযোজন মহেশ পত্নী সোনি রাজদানও। রিয়াকে সমর্থন করে কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 সুশান্ত মামলায় রিয়া নির্দোষ প্রমাণ হতেই সুর চড়ালেন মহেশ পত্নী

সুশান্ত মামলায় রিয়া নির্দোষ প্রমাণ হতেই সুর চড়ালেন মহেশ পত্নী

Sushant Singh Rajput case: ২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সেই সময় সুশান্তের কেরিয়ার একেবারে মধ্যগগনে। রিয়া চক্রবর্তীর সঙ্গে বান্দ্রার ফ্ল্যাটে একত্রবাস করতেন। অভিনেতার মৃত্যুর আগে রিয়ার সঙ্গে অশান্তির খবর প্রকাশ্যে আসে। সেই সূত্র ধরেই সুশান্তর মৃত্যু মামলায় অভিযোগের আঙুল ওঠে অভিনেত্রীর দিকে। সুশান্তের পরিবার ও অনুগামীদের দাবি, রিয়াই তাঁকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন। সুশান্ত সত্যিই আত্মঘাতী নাকি খুন করা হয়েছে সেই নিয়েও অনেক জলঘোলা হয়েছে।

Advertisment

সুশান্ত মামলায় মাদকযোগ নিয়েও প্রশ্ন উঠেছিল। রিয়া ও তাঁর ভাই সুশান্তকে নাকি নিয়মিত মাদক সরবরাহ করতেন। আমজনতা ও বিনোমহলে রাতারাতি সকলের নজরে খলনায়িকা হয়ে উঠেছিলেন রিয়া। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর যবনিকা পতন টানল সিবিআই। চক্রবর্তী পরিবারে সুদিন ফিরতেই অভিনেত্রীকে সমর্থন করেছেন পূজা ভাট, দিয়া মির্জা। এবার রিয়ার পাশে দাঁড়ালেন মহেশ পত্নী সোনি রাজদান।

ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'এগুলো করার আগে ভাবা উচিত ছিল। একটা নির্দোষ মেয়েকে জেল খাটানো হল। ইমেজ নষ্ট করে দেওয়া হল। আজকের দিনে এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়। রিয়ার সঙ্গে যে অনাচার হল সেই দায় এখন কে নেবে?' প্রসঙ্গত, তরুণ অভিনেতা সুশান্তের মৃত্যুর পর নেটাগরিকদের তোপের মুখে পড়েছিলেন মহেশ ভাট। সুশান্তকে অন্যায় ভাবে ছবি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল বর্ষীয়ান পরিচালকের বিরুদ্ধে। প্রয়াত অভিনেতাকে 'মানসিক ভাবে অসুস্থ' আখ্যা দেওয়া হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল মহেশ ভাটকে। সিবিআই মামলা বন্ধ করতেই সোশ্যাল মিডিয়ায় রিয়ার পাশে দাঁড়ালেন মহেশ কন্যা পূজা ভাট ও তাঁর স্ত্রী ,সোনি রাজদান।

Advertisment

সুশান্ত মামলায় স্বস্তি মিলতেই বাবা ও ভাইকে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে যান রিয়া। প্যাপেদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সিবিআই মামলায় ইতি টানার পর প্রথমবার সেলেব পাপারাৎজ্জিদের সামনে রিয়ার পরিবার। হাসি মুখে ক্যামেরায় পোজ দেন তাঁরা। হাত জোড় করে বলতে শোনা যায় 'গণপতি বাপ্পা মরেয়া'। ২০ জুনের পর রাতারাতি খলনায়িকা, ডাইনি, খুনি-র মতো তকমা জুড়ে দেওয়া হয়েছিল রিয়ার নামের সঙ্গে। গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে অতীত ভুলে নতুন জীবন শুরু করবে চক্রবর্তী পরিবার। 

Bollywood Couple Sushant Singh Rajput Soni Razdan Rhea Chakraborty Bollywood News bollywood movie bollywood actress