Sonu Nigam at Ayodhya: সোমবার, রামমন্দির ( Ayodhya Ram Mandir ) উদ্বোধন। তাঁর আগেই একে একে পৌঁছে যাচ্ছেন তারকারা। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সারা দেশ জুড়ে মানুষ পাড়ি দিয়েছেন পুণ্যভূমির উদ্দেশ্যে। সেই তালিকায় রয়েছেন সোনু নিগম ( Sonu Nigam ) খোদ।
Advertisment
শিল্পীর কাছে আমন্ত্রণ গিয়েছে পূণ্য সময়ে উপস্থিতির জন্য। আর তিনি যেন উৎফুল্লতা ধরে রাখতে পারছেন না। সোজাসুজি তিনি জানান, যে বেশ খুশি এবং আনন্দিত এই আমন্ত্রণ পেয়ে। দেশের যে কয়েকটি মানুষের কাছে আমন্ত্রণ গিয়েছে তাদের মধ্যে তিনি যে একজন, এতেই তাঁর সম্মান অনেক বেড়ে গিয়েছে।
কী আশা করছেন এই বিশেষ দিনে ( Sonu On Rammandir )?
সবসময় বেশ ঠোঁটকাটা সোনু নিগম। এর আগেও তিনি মসজিদ এবং আজান নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তার জেরেও রোষানলে পড়তে হয় তাঁকে। তারপর আওয়াজ তোলেন নেপটিজম নিয়েও। তবে, রাম মন্দিরের উদঘাটনে যেন প্রচণ্ড আনন্দিত তিনি। প্রকাশ্যে বললেন..
"আমি আশা করছি, সেখানে গিয়ে আমি খুব চমকিত হব। ধারণা রয়েছে যে বেশ কিছু বিষয় উপভোগ করব যেগুলি আনন্দ দেবে। জানি, সেখানে অনেক প্রটোকল থাকবে। অনেক নিয়মকানুন থাকবে। চারপাশে মানুষের ভক্তি থাকবে। ভাবরসে বিলীন থাকব আমরা। আমি নতুন জামা তৈরি করেছি এর জন্য। এমনকি রামমন্দিরের ট্রাস্টির তরফে যে নৈশভোজের আয়োজন করা হয়েছে আমি সেখানে আমন্ত্রিত। আশা করছি এই দু দিন ভারতকে একসঙ্গে দেখতে পাব।"
উল্লেখ্য, খুব একটা ভজন তাঁকে গাইতে না শোনা গেলেও তিনি কিন্তু শেষ ছয়মাসে অনেকগুলো গানই রামের চরণে অর্পণ করেছেন। শিল্পী আগামীকাল রওনা দিচ্ছেন রামমন্দির উপলক্ষে। এছাড়াও, আজ গিয়েছেন কঙ্গনা রানাউত। আগেই গিয়েছেন, হেমা মালিনী।