Sonu Nigam Suffering From Back Pain: পুনে-তে পারফর্ম করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নয়ের দশকের জনপ্রিয় গায়ক সোনু নিগম। 'ব্যাক পেইন'-এর যন্ত্রণায় একেবারে ছটফট করছেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 'ব্যাক পেইন' কতটা গুরুতর সেই যন্ত্রণার মুহর্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোনু নিগম।
সোনুর শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে, স্টেজে জমিয়ে পারফর্ম করছেন। রীতিমতো নাচতে-নাচতে মঞ্চে গান গাইছেন সোনু। শো শেষ হতেই যন্ত্রণায় একেবারে কাতর। টিমের সদস্যরা তাঁকে সাহায্য করছেন। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না! তবুও চেষ্টার কোনও ত্রুটি রাখেননি, যদি ব্যথাটা একটু কমে। শোয়ে দুর্দান্ত পারফর্মের পর সোনুর এই অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন ভক্তরা।
মঞ্চে পারফর্ম করা থেকে হাসপাতালের বিছনায় শুয়ে থাকার মুহূর্তের কোলাজে সোনু নিগম তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যন্ত্রণার কথা সকলের সঙ্গে ভাগ করে বলেছেন, 'এটা আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক একটি দিন হলেও সব ইচ্ছে পূরণ হয়েছে। যখন আমি স্টেজে গান গাইছিলাম তখন মনে হচ্ছিল গাঁটে গাঁটে ঝটকা লাগছে। তবুও আমি ম্যানেজ করার চেষ্টা করছিলাম।'
আরও বলেন, 'ভক্তরা আমার কাছে যেটা প্রত্যাশা করছে আমি সেটা রক্ষা করার চেষ্টা করি। সেটা করতে পেরে আমি ধন্য। তবে আমার যা যন্ত্রণা হচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন আমার শিরদাঁড়ায় সূঁচ ফোটাচ্ছে।' গত রাতে সরস্বতীজি আমার হাতদুটো ধরেছিলেন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করেছেন সোনু নিগম। শেষে একটা করজোড়ের ইমোজি দিয়েছেন।'
স্টেজে ওঠার আগেই অসুস্থ বোধ করছিলেন সোনু. কিন্তু তিনি পারফর্মের সময় কাউকে সেই বিষয়ে বিন্দুমাত্র টর পেতে দেননি। বরং,অস্বস্তিকে দূরে রেখে ভক্তের ইচ্ছেপূরণ করেছেন। সোনুর এক অনুরাগীর কথায়, 'গত রাতে পুনেতে সোনু নিগমের একটা শো ছিল। শুরুর আগেই ব্যথা অনুভব করছিলেন। কিন্তু, কাউকে বুঝতে দেননি।'
ওই ভক্জত আরও লেখেন, 'জমিয়ে পারফর্ম করেছেন। বলা ভাল শরীরের যা অবস্থা ছিল সেই হিসেবে দ্বিগুণ এনার্জি নিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করেছেন। সত্যিই অসাধারণ। আশা করি আপনার মধ্যে এই এনার্জি সর্বদা থাকুক।' ইনস্টা স্টোরিতে ভক্তের এই পোস্টটি শেয়ার করেন। জনপ্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা। সোনু নিগম জানিয়েছেন, তিনি এখন অনেকটাই ভাল আছেন। চিকিৎসক তাঁকেল বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।