স্কলারশিপের জন্য মেইল আইডিতে যোগাযোগ করলে পৌঁছে যাবে সোনু সুদ

"মেইল আইডিতে আগামী ১০ দিনের মধ্যে সমস্ত তথ্য জমা দিলে, আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব"।

"মেইল আইডিতে আগামী ১০ দিনের মধ্যে সমস্ত তথ্য জমা দিলে, আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করলেন অভিনেতা সনু সুদ। তিনি জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের লক্ষ্যে পৌঁছানোর জন্য টাকা পয়সার অভাব কোনদিন বাধা হয়ে যেন না দাঁড়ায়, তার জন্যই যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন অভিনেতা। এই স্কলারশিপের বার্তা তিনি নিজের টুইটার হ্যান্ডেলের শেয়ার করেছেন।

Advertisment


পোষ্টের শুরুতেই তিনি জানিয়েছেন," হিন্দুস্তান বারেগা তাভি, যাব পরেঙ্গা সাভি, উচ্চস্তরের পড়াশোনার জন্য লঞ্চ হল স্কলারশিপ। আমি বিশ্বাস করি অর্থনৈতিক সমস্যা, কারো লক্ষ্যে পৌঁছানোর গতিকে যেন না থামাতে পারে।scholarships@sonusood.me , এই মেইল আইডিতে আগামী ১০ দিনের মধ্যে সমস্ত তথ্য জমা দিলে, আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব"।

Advertisment

এছাড়াও তিনি আরও একটি টুইটে জানান"আমাদের সামর্থ্য এবং আমাদের কঠোর পরিশ্রম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমাদের আর্থিক অবস্থা বা আমাদের পটভূমির সাথে এর কোন সম্পর্ক নেই। স্কুলের পরবর্তী শিক্ষার জন্য বৃত্তি পৌঁছে দেওয়া আমার সামান্য প্রচেষ্টা। যাতে আপনি জীবনে এগিয়ে যান এবং জাতির উন্নয়নে অবদান রাখতে পারেন।

সরকার করোনাভাইরাসের কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর সনু সুদ সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন।