লকডাউনে (Lockdown) দুস্থদের পাশে দাঁড়িয়ে জাতীয় নায়ক হয়ে উঠেছেন সোনু সুদ (Sonu Sood)। তাঁকে নিয়ে রীতিমতো রাজনৈতিক দলগুলির টানাটানি! এর পাশাপাশি অবশ্য ভর্ৎসনাও কম জোটেনি। এমন অতিমারী আবহে ক্ষুধার্ত মানুষ থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন সোনু সুদ, তার কোনও তুলনা হয় না। গোটা দেশের কাছে তিনিই এখন সাক্ষাৎ ঈশ্বরের দূত। মানবদরদী সোনু সুদের নামে তৈরি হয়েছে মন্দির, রাস্তাঘাট। এমনকী অভিনেতার তরফে উপকৃত হয়ে সদ্যোজাতের মা-ও তাঁর সন্তানের নাম রেখেছেন সোনুর নামে। অতিমারী আবহে ঈশ্বরের সেই আপন দূত-ই কিনা এবার কোভিডের কবলে! আজ্ঞে করোনায় (COVID-19) আক্রান্ত সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেকথা। আর সেই খবর প্রকাশ্যে আসামাত্রই মন খারাপ অনুরাগীদের। নেটদুনিয়া ছেয়ে গিয়েছে 'বাস্তবের হিরো'র আরোগ্য কামনাবার্তায়।
Advertisment
তবে মারণ ভাইরাস শরীরের থাবা বসালেও তাঁর মনের জোর বিন্দুমাত্র দমাতে পারেনি। নেটমাধ্যমে সোনু লিখেছেন, "আজ সকালেই জানতে পেরেছি আমি কোভিড পজিটিভ। তবে তারপরেও আমি ইতিবাচক, সুপার পজিটিভ।"
কেমন আছেন সোনু এখন? নিজেই খবর দিয়েছেন। অভিনেতার মন্তব্য, "শনিবার সকালে রিপোর্ট পাওয়া মাত্রই যাবতীয় কোভিড বিধি মেনে চলছি। চিকিৎসকের পরামর্শমতো নিভৃতাবাসে রয়েছি। এবং নিজের খেয়ালও রাখছি। চিন্তা করবেন না, এই সংক্রমণ আমাকে আরও অনেকটা সময় দিল। এবার বাড়ি বসে মন দিয়ে আপনাদের সমস্যার সমাধানের কথা ভাবতে পারব।" হিন্দি এবং ইংরেজি দুটি ভাষাতেই নিজের করোনা আক্রান্ত হওয়ার বিবৃতি দিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, এই অতিমারীতে রাজনৈতিক দলগুলির ঢক্কা নিনাদে যখন মানুষ বিপর্যস্ত তখন, তাঁদের পাশে থাকার জন্য সোনুকে কিন্তু কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় নাম লেখাতে হয়নি, বা ভোটেও দাঁড়াতে হয়নি। একেবারে ব্যক্তিগত জায়গা থেকেই মানুষের সেবায় এগিয়ে এসেছেন তিনি। তাই এহেন মানবদরদী অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। ভগবানের কাছে প্রার্থনা করছেন, "সোনু যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।"