/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/sonu.jpg)
ক্রিকেটার সুরেশ রায়নার (Suresh Raina) মীরাটবাসী কাকিমা করোনায় (Covid-19) আক্রান্ত। বাঁচানোর জন্য প্রয়োজন অক্সিজেনের। এদিকে করোনা চিকিৎসার পরিষেবা দিতে গিয়ে উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো একেবারে নুইয়ে পড়েছে। যোগী না মানতে নারাজ হলেও চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার আর বাঁচার আর্তির দৃশ্য। শেষমেশ কাকিমার জন্য অক্সিজেন খুঁজতে রায়নাই ময়দানে নামলেন। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় তথ্য শেয়ার করে পোস্ট করেছেন ক্রিকেটার। অক্সিজেনের জন্য হাত পেতেছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসনের কাছেও। কিন্তু তাতেও লাভ হয়নি! অবশেষে রায়নার পোস্ট দেখে সাড়া দিলেন সোনু সুদ (Sonu Sood)। প্রকৃত ঈশ্বরের দূতই বটে! দেশের বিভিন্ন প্রান্তে এই কোভিড পরিস্থিতিতে নিঃস্বার্থভাবেই পরিষেবা দিয়ে চলেছেন।
রায়নার টুইট দেখে তড়িঘড়ি সোনুর উত্তর, "১০ মিনিটে পাঠাচ্ছি ভাই।" যেমন কথা তেমন কাজ। দেরি করেননি। একেবারে তৎপরতার সঙ্গেই রায়নার মীরাটবাসী কাকিমার জন্য অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিলেন সোনু সুদ। অতঃপর এমন মানবদরদী অভিনেতাকে ধন্যবাদ না জানিয়ে পারেননি ভারতীয় ক্রিকেটের বাঁ-হাতি ব্যাটসম্যান। লিখলেন, "সোনু ভাই অনেক ধন্যবাদ, এত বড় উপকার করার জন্য।"
Oxygen cylinder reaching in 10 mins bhai. ☑️@Karan_Gilhotra@SoodFoundationhttps://t.co/BQHCYZJYkV
— sonu sood (@SonuSood) May 6, 2021
গত বছর অতমারী আবহ (Pandemic) থেকেই দেশের মানুষের সেবায় রত সোনু সুদ। যার জেরে দিন দুয়েক আগেই কোভিড পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে নেটজনতার একাংশ সোনু সুদকে দেশের সর্বোচ্চ পদে দেখার দাবি তুলেছিলেন। গত ১ বছর ধরে নিজের পকেটের টাকা খরচা করে যেভাবে তিনি দুস্থ পরিযায়ী শ্রমিক থেকে কোভিড রোগীদের সেবা করে গিয়েছেন, কখনও বা অনাথ শিশুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ আমজনতার কাছে সোনু সুদ ঈশ্বরের দূত। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত মুম্বইবাসীরা তাঁর বাড়ির সামনে ভীড় জমিয়েছেন সাহায্য প্রার্থনা করে। কাউকে ফিরিয়ে দেননি সোনু। সবার অভাব-অভিযোগ শুনে সাহায্যের হাত বাড়িয়েছেন। এমন জনদরদী নেতা-অভিনেতা ভূ-ভারত এর আগে দেখেছে কিনা সন্দেহ।
Oxygen cylinder reaching in 10 mins bhai. ☑️@Karan_Gilhotra@SoodFoundationhttps://t.co/BQHCYZJYkV
— sonu sood (@SonuSood) May 6, 2021