দুস্থদের সাহায্যের জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। কিন্তু সেই লকডাউনের সময় থেকেই তিনি যেভাবে মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে অভিনেতার কোষাগারেও যে টান পড়বেই, তা বলাই বাহুল্য। কিন্তু তাই বলে তো আর দুস্থ-দরিদ্রদের সাহায্য করা থেকে নিরত থাকতে পারেন না। অতঃপর নিজের ৮টি বহুমূল্য সম্পত্তি বন্ধক রাখলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।
মুম্বইয়ের জুহুতে সোনু সুদের যে ৮টি সম্পত্তি রয়েছে, সেগুলোর সবকটাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে বন্ধক রেখেছেন অভিনেতা। এর মধ্যে ২টি দোকান এবং ৬টি ফ্ল্যাট রয়েছে। জুহুর শিব সাগর সিজিএইচএসের গ্রাউন্ড ফ্লোরে ২টি দোকান এবং ৬টি ফ্লোরের ৬খানি ফ্ল্যাট বন্ধক রেখেছেন সোনু। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে অবস্থিত এই বিল্ডিং। মানিকন্ট্রোল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর বন্ধক রাখার এই চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা। রেজিস্ট্রেশনের ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে ১০ কোটি ঋণের জন্য। বন্ধক রাখা এই যাবতীয় সম্পত্তিগুলি সোনু এবং তাঁর স্ত্রী সোনালির নামে রয়েছে। সূত্রের খবর, এই ঋণ নাকি গৃহঋণের চেয়ে অনেক চড়া সুদেই নেওয়া হয়েছে। সোনু সুদ যে আবারও একবার মানবিকতার নজির গড়লেন, তা বলাই বাহুল্য।
অতিমারী আবহে গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে শুধু একটাই নাম- সোনু সুদ। এমন কঠিন সময়ে তিনিই হয়ে উঠেছিলেন দুস্থ-দরিদ্রদের ‘মসিহা’। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। এমন মানবসেবার জোরে ইতিমধ্যেই আদায় করে নিয়েছেন আন্তর্জাতিক প্রশংসা।