"কৃষকরাই ভগবান, ওঁরাই ভারতবর্ষ", চলতি কৃষক বিক্ষোভের সমর্থনে এবার আওয়াজ তুললেন সোনু সুদ (Sonu Sood)। পাঞ্জাব প্রদেশের কৃষকরাই মূলত এই আন্দোলনের পুরোভাগে। আর তাই সংশ্লিষ্ট রাজ্যের 'ভূমিপুত্র' হিসেবে অন্নদাতাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পাশ করা কৃষি বিলের বিরোধিতা করে দেশজুড়ে প্রতিবাদী আওয়াজ উঠেছে। হাজার হাজার কৃষকের আন্দোলন দেখছে গোটা দেশ। ট্রাক্টর, ট্রলিতে করে শেষ সম্বলটুকু নিয়ে তাঁরা আজ রাস্তায় একজোট হয়েছে সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে। কী করোনা? কোথায় শীত? পেটের দায়, আগামী প্রজন্মের চিন্তায় ক্ষুব্ধ কৃষকরা ভীড় জমিয়েছেন রাজধানীর রাজপথে। যাঁদের কিনা ‘ঠান্ডা’ করতে রাস্তায় নেমেছে পুলিশ বাহিনী। গোটা দেশের মুখে যাঁরা অন্ন জোগান সেই অন্নদাতাদের প্রতিদানে জুটছে কখনও লাঠির ঘা, কখনও বা আবার অপমান। কেউ নীরব। আবার কেউ বা ‘সোশ্যালে সরব’! কৃষকদের প্রতি হওয়া এই অন্যায়-অবিচারের বিরুদ্ধেই এবার আওয়াজ তুললেন বলিউড অভিনেতা সোনু সুদ।
সোনু সুদ সেই মানুষটি, যিনি দেশের পরিযায়ী শ্রমিকদের কাছে ঈশ্বরের দূত-সম। এই অতিমারী আবহে দুস্থ মানুষগুলির জন্য তিনি যা করেছেন, তা ভাষায় প্রকাশ করা সত্যিই দুষ্কর। কোথাও গর্ভবতী মহিলাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন, সন্তানকে ফিরিয়েছেন মায়ের কাছে, আবার কোথাও বা অনাথ শিশুদের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে তাঁদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের পড়ুয়াদের জন্য ব্যবস্থা করেছেন স্কলারশিপেরও। সেই মানুষটিই এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হলেন।
গত ২৬ নভেম্বরই কৃষকদের সমর্থনে টুইট করে লিখেছিলেন, "কৃষকরাই আমার ভগবান।" সেই আন্দোলনের তীব্রতা যখন বর্তমানে আরও বেড়েছে, তখনও তাঁদের সমর্থনে ফের একবার আওয়াজ তুললেন সোনু। লিখলেন, "কৃষকরাই ভারতবর্ষ।"