লকডাউনে ধারাবাহিকভাবেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিয়েছেন সোনু সুদ। সম্প্রতি সংবাদমাধ্যম পিটিআই একটি খবরে জানায় যে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাসের বাইরে সোনু সুদকে আটকানো হয় এবং তিনি স্টেশনের ভিতরে অবস্থিত পরিযায়ীদের সঙ্গে দেখা করতে পারেননি। অভিনেতা এর পরেই তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে গোটা ঘটনাটি নিয়ে একটি বিবৃতি দেন।
সোনু সুদ বিষয়টি নিয়ে একটি টুইট করে লেখেন-- ''স্পষ্ট কথায় বলি, আমার স্টেশনের ভিতরে যাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। আমি সমস্ত প্রোটোকলকে সম্মান করি এবং তা অনুসরণ করেই চলি। আমি রাজ্য সরকারের কাছে সাহায্য হিসেবে একটি ট্রেন চেয়েছিলাম যাতে পরিয়ায়ীদের তাঁদের পরিবারের কাছে ফেরানো যায়। প্রায় ২০০০ জন ছিলেন ওখানে। আমি মহারাষ্ট্র সরকার এবং মাননীয় উদ্ধব ঠাকরে মহাশয়কে ধন্যবাদ জানাই। তাঁদের জন্যই আমি পরিযায়ীদের মুখে হাসি ফোটাতে পেরেছি। জয় হিন্দ!
আরও পড়ুন: ঘটা করে পরিচারিকার জন্মদিন পালন, তবু কেক খেলেন না আলিয়া ভাট!
তবে পিটিআই-এর রিপোর্টে এই ঘটনা প্রসঙ্গে একজন সিনিয়র পুলিশ অফিসার, শশীকান্ত ভাণ্ডারে-র বক্তব্যও ছিল। ভাণ্ডারে বলেন, ''অভিনেতাকে আরপিএফ-রা আটকায়, আমরা আটকাইনি। যে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছিলেন, তাঁদের সঙ্গে উনি একবার দেখা করতে চেয়েছিলেন। আমরা এই বিষয়ে কিন্তু কোনও অভিযোগ পাইনি।''
এখনও পর্যন্ত কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে তাদের নিজের নিজের রাজ্যে, বাড়ি ফিরতে সাহায্য করেছেন সোনু সুদ। সম্প্রতি তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-র সঙ্গেও দেখা করেন। তিনিও উচ্চ প্রশংসা করেন সোনুর এই উদ্যোগের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন