হায়দরাবাদের এক ফাস্টফুড স্টল। হঠাৎ দেখা গেল ফুটপাতের সেই খাবারের দোকানে ভীড়। খুন্তি হাতে রান্নায় ব্যস্ত খোদ বলিউড অভিনেতা সোনু সুদ। শুধু তাই নয়, চেখে দেখলেন ফুটপাতের সেই ফাস্টফুড স্টলের খাবারও। শুনে অবাক হচ্ছেন তো? আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি হায়দরাবাদের বেগমপেট এলাকার এক খাবারের দোকানে এমন দৃশ্যই অবাক করে দিয়েছে সাধারণ মানুষকে। আসলে ওই ফাস্টফুড সেন্টারের মালিক সোনু সুদের নিঃস্বার্থ জনমানবসেবায় মুগ্ধ হয়ে অনুরাগী প্রিয় অভিনেতার নামে নিজের দোকানের নাম রেখেছেন। আর সেখানেই এমন কাণ্ড ঘটিয়েছেন সোনু।
সাক্ষাৎ ঈশ্বরের দূত। বলিউড তারকা হয়েও মাটির মানুষ। জনসাধারণের কাছাকাছি থাকতে এবং তাঁদের সুখ-দুঃখের শরীক হতে পছন্দ করেন সোনু সুদ। গোটা অতিমারী আবহে তিনি যেভাবে পরিযায়ী শ্রমিক তথা দুস্থদের পাশে থেকেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োদন পড়ে না। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছেন, কোথাও কারও চিকিৎসা কিংবা পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। কারও বা মাথার উপর ছাদ গড়ে দিয়েছেন। অভিনেতার এমন নিঃস্বার্থ সাহায্য ভুলে যাননি জনসাধারণ। কেউ বা 'মসিহা' সোনু সুদের নামে দোকান তৈরি করছেন, কেউ নিজের পুত্রসন্তানের নাম রেখেছেন তাঁর নামে, আবার কেউ বা অভিনেতার নামে মন্দির তৈরি করে পুজো দিচ্ছেন। সেরকমই এক অনুরাগী সোনু সুদের এমন মানবসেবায় মুগ্ধ হয়ে নিজের ফাস্টফুড সেন্টারের নাম দিয়েছেন 'লক্ষ্মী সোনু সুদ ফাস্টফুড সেন্টার'। খবর পেয়েই অভিনেতা ছুটে গিয়েছেন সেখানে। নিজে হাতে রান্না করেছেন, এবং সবার সঙ্গে খেয়েওছেন। তারকার এমন অতি-সাধারণ আচরণে মুগ্ধ স্থানীয়রা।
আচমকাই ওই স্টলে গিয়ে হাজির হন অভিনেতা সোনু সুদ। প্রিয় তারকাকে এভাবে তাঁর দোকানের সামনে দেখে হতচকিত দোকানের মালিক অনিল। স্টলে গিয়ে হাজির হওয়াই নয়, তাঁর দোকানের এগ ফ্রায়েড রাইস, মাঞ্চুরিয়ানও খেলেন সোনু। নিজের হাতে রাঁধতেও দেখা গেল অভিনেতাকে। এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সোনু সুদ জানান, "সোশ্যাল মিডিয়াতে আমি অনিলের স্টলটি দেখেছিলাম। তখনই আমার মনে হয়েছিল, ওই স্টলে যাওয়ার কথা। আজকে সুযোগ পেতেই তাই চলে এলাম।"
সোনু অনিলের দোকানে পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরেন স্টলের কর্মীরা। সোনুর গলায় পরিয়ে দেন ফুলের মালা। অভিনেতা পালটা সেই মালা সামনে দাড়িয়ে থাকা এক বৃদ্ধার গলায় পরিয়ে বলেন, "এই মালা মাম্মিজীরই পাওয়া উচিত।"
Real Hero @SonuSood surprises his fan by visiting his Fast Food Centre at Begumpet, #Hyderabad on the eve of #Christmas
Great gesture by #SonuSood#Christmas2020 #SonuSoodRealHero pic.twitter.com/XEtY9l4REQ
— Harishsayz (@sayzharish) December 25, 2020
REAL HERO for a REASON????????@SonuSood surprises a food stall owner #Anil, who has named his fast food center as "Laxmi Sonu Sood Fast Food Centre " at #Begumpet.
Kudos to you @SonuSood Garu for your great gesture. #SonuSood #Christmas2020 #Surprise #ForFans #SonuSoodRealHero pic.twitter.com/k6FPghBpGG
— Ragalahari (@Ragalahari) December 25, 2020