scorecardresearch

জুতোয় হাত দিয়েই ঈশ্বরকে স্পর্শ! বেকসুর সুরজ পাঞ্চোলিকে ঘিরে তোলপাড়

কিছুই শেখেন নি? সুরজকে কাঠগড়ায় তুললেন সকলে

sooraj pancholi, sooraj pancholi actor, sooraj pancholi jiah khan, sooraj pancholi get relieved, sooraj pancholi troll, sooraj pancholi at siddhi vinayak
বিরাট বিতর্ক সুরজকে নিয়ে

জিয়া খান কেসে বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি। টানা দশ বছর ধরে শুনানি শেষে অবশেষে স্বস্তিতে অভিনেতা। শুধু তাই নয়, তারপরের দিনই সকাল হতে ছুটলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে বাপ্পার আশীর্বাদ নিতে।

সাদা পোশাকে, মন্দিরে বিনায়ক দর্শনে গিয়েছিলেন তিনি। তাঁকে দেখেই সেখানে মারাত্মক ভিড় জমে যায়। অবশেষে দশ বছর শেষে অনেকটাই শান্তিতে তিনি। যদিও, তাঁর বেকসুর খালাস হওয়ার পর অনেকেই এর বিরোধিতা করেছিলেন। সিদ্ধি বিনায়কের কাছ থেকে কী চাইলেন? একথার উত্তর না দিলেও, হাসিমুখে পোজ দিলেন তিনি। তবে, নেটিজেনদের নজর এড়ায়নি আরেকটি বিষয়। সেটি কী?

যে হাতে জুতো ছুঁয়েছেন সুরজ, সেই হাত দিয়েই বিনায়কের ছবি ধরে রয়েছেন সুরজ। আর এই দৃশ্য চোখে আসতেই রেরে করে উঠলেন অনেকে। কী ঘটেছিল আসলে? মন্দির থেকে হেঁটে বেরিয়ে আসার সময় নিজের জুতো হাতে তুলে নিজেই সরিয়ে রাখেন তিনি। আর সেই হাতেই ধরে ছিলেন ভগবানের ছবি। যা চোখে পড়তেই রেগে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার মানুষজন।

তাঁদের কথায়, ভগবানকে বিশ্বাস না করেন তাঁকে তো সম্মান টুকু দেওয়া যায়? আবার কেউ বললেন, এসব আচরণ কি খুব দরকার। অন্য কারওর হাতে ছবিটা ধরিয়ে দিলেই হত। আবার কেউ বললেন, জানেন ও না কী করা উচিৎ? আবার কেউ কেউ, পরিস্থিতির চাপে এমন হয় বলেও দাবি করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Sooraj pancholi hold shoes and gods picture with same hand trolled brutally