সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা একই রকম, করা হতে পারে ট্র্যাকিওস্টমি

বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। ওই পদ্ধতি ব্যবহারের ফলে যাতে তাঁর অন্যান্য কোনও শারীরিক ক্ষতি না হয় সে দিকও পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। ওই পদ্ধতি ব্যবহারের ফলে যাতে তাঁর অন্যান্য কোনও শারীরিক ক্ষতি না হয় সে দিকও পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত তিন-চার দিনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রয়েছে। অর্থাৎ সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন পর্দার 'অপু'। চলতি সপ্তাহেই তাঁর ট্র্যাকিওস্টমি করা হতে পারে। তাঁর সঙ্গাও এখনও পুরোপুরি কাটেনি। ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রবাবুর।

Advertisment

নার্সিংহোমের তরফে ডাঃ অরিন্দম কর জানিয়েছেন, 'গত তিন-চারদিনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি বা অবনতি হয়নি। অভিনেতার শারীরিক পরিস্থিতি একইরকম। তাঁর সঙ্গা ফিরলেও তা খুবই দুর্বল। অভিনেতার ট্র্যাকিওস্টমি করা হতে পারে। তবে এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। ওই পদ্ধতি ব্যবহারের ফলে যাতে তাঁর অন্যান্য কোনও শারীরিক ক্ষতি না হয় সে দিকও পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে। মিলেছে পরিবারে অনুমতি। বর্ষীয়ান অভিনেতার শরীরে রক্ত চলাচলের মাত্রাও ঠিকঠাক রয়েছে।

গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ায় নার্সিংহোমে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। দু'বার প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বয়স ও কোমর্বিডিটিজনিত সমস্যার ফলেই তাঁর শারীরিক পরিস্থিতির পুরোপুরি উন্নতিহচ্ছে না বলেই মত চিকিৎসকদের একাংশের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

soumitra chatterjee