গত বছর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কমেডি ছবিতে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আবারও কমেডি ঘরানার সিনেমায় তিনি। পরিচালক আতিউল ইসলামের ছবি 'চার এ ৪২০'। তবে কেবলমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ই নন, ছবিতে দেখা যাবে পার্থসারথি, খরাজ মুখোপাধ্যায়, রাজু মজুমদার, দেবাশিস গাঙ্গুলি, ইভলিনা চক্রবর্তী, অরুণ বন্দ্যোপাধ্যায়, পিয়া সেনগুপ্তের মতো শিল্পীদের।
চার বন্ধুর ছবি 'চার এ ৪২০'। সানি এমনিতে অন্যন্ত বাজে কথা বলে। একটি মেয়ের প্রেমেও পড়ে। যদিও অনেক মেয়ের সঙ্গেই সম্পর্কের ফাঁদে পড়ে সে। একদিন স্বপ্নে সেই প্রেমিকা ধরা দেয়, বলে তাকে উদ্ধার করতে নইলে পরিবারের লোক তাঁর বিয়ে দিয়ে দেবে। বন্ধুদের সাহায্যে প্রেমিকাকে বাঁচাতে বেরিয়ে পড়ে সানি। তারপর? এই নিয়েই এগোবে ছবির চিত্রনাট্য।
আরও পড়ুন, ‘সেনাপতি’ সিজন ২-এ আরও রক্তপাত, মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড
তবে এ বছরও অনেকগুলো ছবি রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঝুলিতে। রেশমি মিত্র 'শ্লীলতাহানির পরে'-র শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেলুলয়েডে মল্লিকা সেনগুপ্তের উপন্যাস নির্ভর করে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অভিষেক চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, মৌবনী সরকার,ইশান মজুমদার, শুভম।
শিবপ্রসাদ-নন্দিতার 'বেলাশুরু'-র কাজও শেষ। সৌমিত্র-স্বাতীলেখার 'বেলাশেষ'-এর সিক্যুয়েল এই ছবি। এখন অভিনেতা ব্যস্ত রয়েছেন 'চার এ ৪২০'র শুটিংয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরেই মুক্তি পাবে এই ছবি।